বর্তমানে চলমান রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র। সময়ের সঙ্গে সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেট যখন আধিপত্য বিস্তার করার চেষ্টায়, তখন এই টেস্ট চ্যাম্পিয়নশিপ লাল বলের ক্রিকেটকে করে তুলছে আরও প্রতিযোগিতামূলক। যেখানে শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশসহ লড়ছে আরও ৯ টেস্ট খেলুড়ে দেশ।
২০২৩-২৫ মৌসুমের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পদ্ধতিতে গেল দুই বারের তুলনায় এসেছে কিছুটা পরিবর্তন। আগে শুধু দলগুলোর ম্যাচ জয়ের পয়েন্ট হিসাব করা হতো। যাতে করে কম ম্যাচ খেলার সুযোগ পাওয়া দল স্বাভাবিক ভাবেই পিছিয়ে থাকতো। তবে এবারের এই মৌসুমে ম্যাচ জয়ের শতকরা পয়েন্ট দিয়ে করা হচ্ছে হিসেব।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। এখন পর্যন্ত নিজেদের খেলা ৯ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে তারা। এছাড়া ১ ম্যাচে ড্র এবং ২টিতে হারের সুবাদে ভারতের শতকরা জয়ের পয়েন্ট ৬৮.৫১ পয়েন্ট। ভারতের হাতে এখনো রয়েছে ১০ ম্যাচ। যার মধ্যে দুটি টেস্ট তারা খেলবে বাংলাদেশের বিপক্ষে।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে রয়েছে গত দুবারের চ্যাম্পিয়ন যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এই মৌসুমে খেলা নিজেদের ১২ ম্যাচে জয় পেয়েছে ৮টিতে। ভারতের থেকে বেশি ম্যাচ জয়ের পাশাপাশি গোটা মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে অজিরা। তবে ৩ হারের সুবাদে ৬২.৫০ শতকরা পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা।
এদিকে পরের অবস্থানে থাকা নিউজিল্যান্ডের আছে ৩ জয় ও ৩ পরাজয়ে ৫০ শতাংশ পয়েন্ট। ২টি করে জয় ও পরাজয়ে সমান সংখ্যক শতকরা পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে শ্রীলঙ্কা। এরপর পরবর্তী তিন অবস্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ইংল্যান্ড। ৯ দলের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে ভালো শুরু করলেও টানা তিন ম্যাচে পরাজিত হয়ে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে টাইগাররা। নিজেদের খেলা চার ম্যাচে এক জয়ের পাশাপাশি তিন হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে তারা। তবে বাংলাদেশের হাতে এখনো রয়েছে ৮ টেস্ট ম্যাচ। যার একটি খেলতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা। ভারতের মাটিতে হতে যাওয়া অ্যাওয়ে সিরিজেও থাকবে দুটি ম্যাচ। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। যার মধ্যে কেবল প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা খেলবে নিজেদের ঘরের মাঠে।
আরও পড়ুন: বিশেষ গোপনীয়তায় হবে বিসিবির বৈঠক, তোলা যাবে না ছবি-ভিডিও
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/এফএএস