Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

India-Australia face off in Super Eight of T20 World Cup
আইসিসির বৈশ্বিক আসরে আবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। এরপরের ঘটনা ভারতের জন্য দুঃস্বপ্নের মত। টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকা ম্যান ইন ব্লুজরা ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে। সেই অস্ট্রেলিয়ার সঙ্গে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ৮টি দল ২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে গ্রুপ-১ তে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান- এই ৩টি দল সুপার এইট নিশ্চিত করেছে। সেখানে চতুর্থ দল হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আর গ্রুপ-২ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করেছে। বাকী দুই দল এখনো নিশ্চিত হয়নি।

এ থেকে নিশ্চিত যে বিশ্বকাপে আবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি দেখায় শেষবার ভারতকে কাঁদিয়ে শিরোপা জয় করেছিল অজিরা। তবে এবার নিশ্চয়ই সে হারের বদলা নিতে চাইবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে এবার কি সফল হবে ভারত? তা দেখতে অপেক্ষা করতে আরো ১০ দিন।

আরও পড়ুন:

» বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন মিসবাহ-শোয়েব

» নেপালকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ আরও বাড়াতে চান সাকিব

আগামী ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। এরপর ২৪ জুন মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। সেইন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এর এক দিন আগে (২৩ জুন) সুপার এইটের আরেকটি বড় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুটো ম্যাচ দেখতেই মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

ক্রিফোস্পোর্টস/১৪জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট