১৯ নভেম্বর ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া উদযাপনের খুব একটা ফুরসতই পাচ্ছে না। দুই দিন পর আবারও যে মাঠে দেখা যাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে। ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে বিশাখাপত্তম। সেই হিসেবে বিশ্বকাপ ফাইনাল শেষ করেই দুই দলের ক্রিকেটারদের ফের ছুটতে হচ্ছে বিশাখাপত্তমের উদ্দেশ্যে। ধারণা করা হচ্ছে, দেড় মাস ধরে চলা বিশ্বকাপের পর অজিদের বিপক্ষে সিরিজে দ্বিতীয় সারির দল খেলাতে পারে বিসিসিআই। তবে অজি কাপ্তান কামিন্স বাদে বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকেই টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে সিরিজে নেতৃত্বের ভার থাকবে ম্যাথু ওয়েডের উপর। এছাড়া ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে বিশ্বকাপ স্কোয়াডের ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিসসহ আট জন ক্রিকেটার রয়েছেন।
এদিকে বিসিসিআইও খুব শীঘ্রই আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করবে। জানা গেছে, বিশ্বকাপ সদ্য শেষ হওয়ায় অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের আসন্ন সিরিজের বাইরে রাখা হবে। সেখানে দ্বিতীয় সারির দল খেলানের সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বদলে সাধারণত হার্দিক পান্ডিয়া অধিনায়কের দায়িত্ব সামলান। কিন্তু চোটাক্রান্ত পান্ডিয়াও আসন্ন সিরিজে খেলতে না পারায় সূর্যকুমার যাদবকে দলপতির দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে।
এর আগে কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা হয়নি সূর্য কুমারের। উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সহ-অধিনায়ক হয়েছিলেন সূর্য। জাতীয় দলে না হলেও ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে মুম্বাইকে এবং ভারত যুব দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে সূর্য কুমারের।
আরও পড়ুন: দুই টেস্ট খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এমএস/এমটি