চলমান বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। গত আসরের সেমিফাইনালের প্রতিশোধ নিতেই আজ মাঠে নেমেছে রোহিতরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজকের ম্যাচে মুম্বাইয়ের উইকেটটি বোলিং সুলভ হওয়ার কথা থাকলেও তা মিথ্যে প্রমান করে দেন ভারতের দুই ওপেনিং ব্যাটার রোহিত শর্মা ও শুভমান গিল।
ম্যাচের শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের কাছে কোন পাত্তাই পাচ্ছিল না নিউজিল্যান্ডের বোলাররা। রোহিত ঝড়ে প্রথম ৫ ওভারেই ৪৭ রান তুলে নেয় ভারত। তবে ব্যক্তিগত অর্ধশতক পূরন করার আগেই সাজঘরে ফিরতে হয় রোহিতকে।
সাউদির বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ২৯ বলে ৪৭ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার।
প্রথম উইকেট পতনের পর ম্যাচের হাল ধরেছেন শুভমান গিল ও ভিরাট কোহলি। ব্যক্তিগত অর্ধশতকও তুলে নিয়েছেন গিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৫৩ রান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন , ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
আরও পড়ুন: কেন নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাবে না তাসকিনকে?
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এমটি