সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নতুন এক বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে ভারত। কোহলিদের দেওয়া পাহাড়সম ৩১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং। আর এতেই ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড গড়েছে ভারত।
রবিবার টিম ইন্ডিয়ার দেওয়া ৩১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান আভিশকা ফার্নান্দো। তিন নম্বরে নেমে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি কুশল মেন্ডিসও। ৪ রান করে সাজঘরের পথ ধরেন এই অভিজ্ঞ ব্যাটার।
কুশল মেন্ডিসের পর এক রান যুক্ত করে আউট হন আসালংকাও। ৩১ রানে তিন উইকেট হারানোর পর ওপেনার নুয়ানিন্দো ফার্নান্দোকে নিয়ে দলকে সামনে টেনে নেওয়ার চেষ্টা করেন দাসুন শানাকা। তবে তাদের সেই চেষ্টাও ব্যর্থ করে দেয় ভারতের বোলাররা।
এদিন ব্যাটারদের চরম ব্যর্থতায় দলীয় অর্ধশতক পূর্ণ করতেই ৭ ব্যাটারকে হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৭৩ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। দলটির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন নুয়ানিন্দো। অপদিকে ভারতের মোহাম্মদ সিরাজ ৩২ রানে চার উইকেট নেন।
এর আগে, ব্যাটিং করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা এবং গিল। তাদের উদ্বোধনী জুটিতে ৯৫ রানের সংগ্রহ পায় ভারত। অধিনায়ক ৪২ রান করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি হাঁকিয়েছেন আরেক ওপেনার গিল। এছাড়া কোহলির ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান সংগ্রহ করে ভারত।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৩/এসএ