শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলমান বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৭ টি তেই অপরাজিত কোহলি-রোহিতরা।
শ্রীলঙ্কাকে ৫০ রান বা তার আশেপাশে গুটিয়ে দেয়া যেন ভারতের একটি নিয়মিত খেলায় পরিনত হয়েছে। ২০২৩ এশিয়া কাপের ফাইনালের পর বিশ্বকাপে আবারো তারই পুনরাবৃত্তি দেখল ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপ ফাইনালের মতো ভারতের বিপক্ষে আরও একটি লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে লংকানরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। বল হাতে শুরুটা দারুণ করে শ্রীলংকা।ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই দিলশান মাদুশাঙ্কার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফর্মে থাকা কাপ্তান রোহিত শর্মা।
তবে শুভমান, কোহলি আর শ্রেয়াস আইয়ারের ব্যাটিং নৈপুণ্যে শেষমেশ ৩৫৮ রানের লক্ষ্য দাড় করায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এই তিন ব্যাটসম্যানেরই ব্যক্তিগত শতক পূরণের সুযোগ থাকলেও কেউই তা করতে পারেননি। কোহলি ৮৮, শুভমান গিল ৯২ আর শ্রেয়াস আইয়ার ৮২ রান করে আউট হয়ে যান। লংকানদের হয়ে ৫ টি উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা।
৩৫৮ রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই বুমরাহর শিকার হয়ে সাজঘরে ফেরেন ছন্দে থাকা পাথুম নিসাঙ্কা। এরপর আর সেখান থেকে উঠে দাঁড়াতে পারেনি লংকানরা। সিরাজ-শামিদের বোলিংয়ের সামনে একে একে লুটিয়ে পড়ে শ্রীলংকান ব্যাটারা। শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি কুশল মেন্ডিসের দল। ১৯.৪ ওভার খেলে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় তারা।
ভারতের হয়ে ৫ টি উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ নেন ৩ টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা।
এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এবারের আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনালের আসন দখল করেছে ভারত। সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৫৭/৮ (৫০ ওভার)
শ্রীলঙ্কা: ৫৫/১০ (১৯.৪ ওভার)
ফলাফল: ভারত ৩০২ রানে জয়ী।
আরও পড়ুন: পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিততে চান শোয়েব মালিক
ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৩/এমটি