এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামীকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এদিকে ফাইনালের আগে দুঃসংবাদ উড়ে এসেছে ভারতীয় শিবিরে। ইনজুরির কবলে পড়েছেন টিম ইন্ডিয়ার সেরা স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে শেষ ওভারে ব্যাট করার সময় হাতে আঘাত পেয়েছেন প্যাটেল। এছাড়া উরুতেও টান লাগে। আর এতেই শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে ছিটকে যান তিনি। যদিও বাঁহাতি এই ক্রিকেটারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি ভারত।
তবে ইতোমধ্যে প্যাটেলের পরিবর্তে ডানহাতি স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে লঙ্কার বিমানে উঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এতে ধারণা করা হচ্ছে, ফাইনালে একাদশে প্যাটেলের স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়াশিংটন।
মূলত ভারতীয় এই তরুণ তুর্কিও বার বার ইনজুরির কবলে পড়ে দল থেকে ছিটকে গেছেন। এবার তার সামনে দারুণ এক সুযোগ- দলে জায়গা থিতু করার। বিশেষ করে ২৪ বছর বয়সী এ ক্রিকেটার আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দলে নিজের জায়গা ঠিক করতে লঙ্কায় ঘাম ঝড়াবেন।
আরও পড়ুন: সবার আগে ফাইনালে ভারত, বাংলাদেশের বিদায়
ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৩/এসএ