Connect with us
ক্রিকেট

ভারতের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, সর্বোচ্চ বার্ষিক বেতন ৭ কোটি টাকা

Virat Kohli-Rohit Sharma
কেন্দ্রীয় চুক্তিতে রোহিত-কোহলিসহ রয়েছেন মোট ৩০ ক্রিকেটার। ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মা-বিরাট কোহলিসহ আরও ক্রিকেটারদের নিয়ে তাদের কেন্দ্রীয় চুক্তি সম্পন্ন করেছে। চুক্তিতে চারটি ক্যাটাগরিতে মোট ৩০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন দুই তরুণ সেনসেশন শ্রেয়াশ আইয়ার ও ঈশান কিশান।

তবে এই দুই তরুণকে চুক্তির বাইরে রাখার যথোপযুক্ত কারণও রয়েছে। মূলত ক্রিকেট বোর্ডের নিয়মনীতি ঠিকমত না মানা এবং ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য তাদের চুক্তির বাইরে রেখেছে বিসিসিআই। তবে অনুমেয়ভাবেই চুক্তিতে জায়গা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মার এবং বিরাট কোহলির। আবার যশস্বী জয়সওয়ালের মত তরুণ তুর্কিও চুক্তিতে আছেন।

চারটি ক্যাটাগরিতে ভাগ করা এই চুক্তির সর্বোচ্চ বেতনধারী ক্রিকেটারদের মধ্যে আছেন কোহলি ও রোহিত। তারা বোর্ড থেকে বার্ষিক বেতন পাবেন চুক্তির সর্বোচ্চ ৭ কোটি টাকা। তারা গ্রেড এ+ (বার্ষিক ৭ কোটি টাকা) ক্যাটাগরিতে আছেন। পর্যায়ক্রমে বাকি তিন ক্যাটাগরি হলো গ্রেড এ (বার্ষিক ৫ কোটি টাকা) গ্রেড বি (বার্ষিক ৩ কোটি টাকা) এবং গ্রেড সি (বার্ষিক ১ কোটি টাকা)।

এবার দেখা যাক কোন ক্রিকেটারের জায়গা কোন ক্যাটাগরিতে হয়েছে –

গ্রেড এ+ ক্যাটাগরিতে আছেন: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ।

গ্রেড এ ক্যাটাগরিতে আছেন: মোহাম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিল।

গ্রেড বি ক্যাটাগরিতে আছেন: যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্ত।

গ্রেড সি ক্যাটাগরিতে আছেন: ঋতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিভাম দুবে, শার্দূল ঠাকুর, সঞ্জু স্যামসন, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, রিঙ্কু সিং, আর্শদীপ সিং, আভেশ খান, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতিদার এবং তিলক ভার্মা।

আরও পড়ুন: ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন রুট-জয়সওয়ালরা 

ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট