নারী এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে এখন বাংলাদেশে অবস্থান করছে ভারতের নারী ক্রিকেট দল। গত বছর বাংলাদেশে খেলতে এসে ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ও ক্রিকেটারদের বিদ্রুপ করে সমালোচনার মুখে পড়েছিলেন। এজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞায়ও পড়তে হয়েছিল তাকে। কিন্তু এবার তার গলায় অন্য সুর। আজ (শনিবার) বাংলাদেশ-ভারত সিরিজের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগ্রেসদের নিয়ে তার কণ্ঠে শোনা গেল প্রশংসা।
আগামীকাল (২৮ এপ্রিল) থেকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সিলেটে খেলতে নামছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের সবকটি খেলাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ তাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন দুই দলের অধিনায়ক।
বাংলাদেশ দলকে নিয়ে সফরকারী অধিনায়ক হারমানপ্রিতের করা মন্তব্য নিয়ে জ্যোতি বলেন, ‘অতীতে তাদের সঙ্গে আমাদের অনেক কিছুই হয়েছে। তবে তার সবই এখন অতীত। ওসব নিয়ে আমরা বসে থাকতে চাই না। কিন্তু তাদের মুখে এটা শুনে ভালো লেগেছে যে, আগের থেকে এখন অনেক ম্যাচিউরড টিম। এর অর্থ তারা অবশ্যই আমাদের হালকাভাবে দেখছে না।’
ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চান বাংলাদেশ কাপ্তান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের মত শক্তিশালী দলকে পাঁচ ম্যাচে মোকাবিলা করা এবং বাজে পরিস্থিতি থেকে কামব্যাক করা মোটেই সহজ নয়। এজন্য আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। সিলেট স্টেডিয়ামে আমরা হয়তো তেমন কিছু অর্জন করতে পারিনি। তবে এখানে আমাদের ভালো খেলার স্মৃতি আছে। সেগুলোকে পুঁজি করেই আমরা ভালো খেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’
ঘরের মাটিতে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা না হলেও বাংলাদেশ-ভারত সিরিজটি টি স্পোর্টস এ সম্প্রচারিত হবে। গতকাল (শুক্রবার) এক বিবৃতির মাধ্যমে বিসিবির তরফ থেকে সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রায় সময়ই বাংলাদেশ নারী দলের খেলার সম্প্রচার নিয়ে গড়িমসি দেখা গেলেও আসন্ন সিরিজটিতে এমনটি হচ্ছে না।
আগামীকাল (২৮ এপ্রিল) বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল চারটায় মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ভাগ্য খুলবে কাদের?
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/এমএস/বিটি