Connect with us
ক্রিকেট

ইংলিশদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

India defeated England in 2nd test
বিশাখাপত্তমে ইংল্যান্ডকে হারালো ভারত। ছবি- ইএসপিএন

ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল স্বাগতিক ভারত। এর আগে সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের কাছে ২৮ রানে হেরে পিছিয়ে পড়েছিল রোহিত শর্মার দল। বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে (সোমবার) সফরকারীদের ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় আনলো টেস্ট চ্যাম্পিয়নশীপের টানা দুই ফাইনালে হারা ভারত।

ম্যাচে বেশ ভাল অবস্থানে থেকেই তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে থ্রি লায়ন্সদের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ৬৭ রান। সুতরাং ম্যাচটি জিতে নিতে বাকি দুই দিনে ভারতের প্রয়োজন ছিল আরও ৯ উইকেট আর ইংল্যান্ডের ৩৩২ রান।

আজ চতুর্থ দিনের শুরুটাও ভালোই করেছিল উইকেটে টিকে থাকা দুই ব্যাটার। কিন্তু দলীয় ৯৫ রানে স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন রেহান আহমেদ। ব্যক্তিগত ২৩ রান করে আউট হন এই ইংলিশ ব্যাটসম্যান। তৃতীয় উইকেট জুটিটাও তেমন বড় করতে পারেননি ওপপনার জ্যাক ক্রলি ও ওলি পোপ। আসলে বড় করতে দেননি রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের বলে আউট হওয়ার আগে পোপের সংগ্রহ ছিল ২৩ রান।

এরপরে ইংলিশদের দলীয় রান দুইশো পেরোনোর আগেই ওপেনার ক্রলিসহ জো রুট এবং জনি বেয়ারস্টো প্যাভিলিয়নে ফিরলে চাপে পড়ে যায় সফরকারীরা। জো রুটের ব্যাট থেকে ১৬ রান, জ্যাক ক্রলি করেন ৭৩ এবং জনি বেয়ারস্টো ২৬ রানে জসপ্রীত বুমরাহর বলে আউট হন। এরপরও ইংলিশদের সবচেয়ে বড় ভরসা হয়ে ছিলেন কাপ্তান বেন স্টোকস। কিন্তু দলীয় ২২০ রানের মাথায় স্টোকসও আউট হয়ে গেলে একদম ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড।

১১ রান করে স্টোকস বিদায় নিলে ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে টম হার্টলি ও ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার বেন ফোক্স। কিন্তু সব দুশ্চিন্তার মেঘ সরিয়ে ভারতকে জয়ের বন্দরে আরও এক ধাপ এগিয়ে নেন পেসার জসপ্রীত বুমরাহ। এই ডান হাতি পেসার ভয়ংকর হয়ে উঠতে থাকা জুটিটি ভাঙেন বেন ফোক্সকে ৩৬ রানে আউট করার মধ্য দিয়ে। শোয়েব বশির শূণ্য রানে এবং ৩৬ রান করা হার্টলির স্ট্যাম্প উড়িয়ে ভারতকে জয় উপহার দেন বুমরাহ। ২৯২ রানে অলআউট হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন বুমরাহ ও অশ্বিন।

তবে আজ ভারতের বিশাল ব্যবধানের জয়ের ফলে কপাল পুড়েছে বাংলাদেশের। হায়দরাবাদ টেস্টে ইংলিশদের কাছে হারের ফলে টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় দুই থেকে একদম পাঁচে নেমে গিয়েছিল ভারত। আজ ১০৬ রানের জয়ে আবারও আগের অবস্থান পুনরুদ্ধার করতে পেরেছে রোহিত শর্মারা। কিন্তু ভারতের জয়ে এক ধাপ পিছিয়ে তালিকার চার থেকে পাঁচ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। 

আরও পড়ুন: কলম্বো টেস্টে আফগানদের বিপক্ষে বড় জয় পেল শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এমএস/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট