টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৯ তারিখ ফাইনালের প্রথম দল হিসেবে ইতোমধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপার লড়াইয়ে সেদিন তাদের প্রতিপক্ষ কারা হবে সেটা জানা যাবে আজ রাতেই। কেননা গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে রাতে মাঠে নামছে ভারত-ইংল্যান্ড। ২০২২ বিশ্বকাপেও সেমিতে মুখোমুখি হয়েছিল দু’দল, সেবার অবশ্য শেষ হাসি হেসেছিল ইংলিশরা।
আজকের ম্যাচটি যে উইকেটে খেলা হবে সেই বিবেচনায় দু’দলই তাদের বোলিং আক্রমণ স্পিন নির্ভর সাজাতে পারে। এদিক থেকে ইংল্যান্ডের চেয়ে ভারত কিছুটা হলেও এগিয়ে থাকবে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের দুশ্চিন্তার আরও একটি বিষয় রয়েছে। এই ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে সরাসরি ফাইনালের টিকিট পাবে টিম ইন্ডিয়া।
প্রথম সেমির জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোন রিজার্ভ ডে রাখেনি আইসিসি। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য আজ খেলা শেষ করতে অতিরিক্ত ২৫০ মিনিট সময় বেশি পাবেন আম্পায়ার, ম্যাচ রেফারিরা। ওই অঞ্চলের আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, ম্যাচের দিন স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ১২ টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৬ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত। অর্থাৎ, খেলায় বৃষ্টির বড় ধরনের ভূমিকা থাকবে বলা যায়।
আরো পড়ুন : ইউরোর নকআউট পর্বে কার প্রতিপক্ষ কে, ম্যাচগুলো কখন?
তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হলে ভারতের ফাইনালে উঠতে সহায়তা করবে আইসিসির পূর্ব ঘোষিত একটি নিয়ম। বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম, সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটের এক নম্বর দল সরাসরি ফাইনালের টিকিট পাবে। আর এই নিয়ম অনুযায়ী ফাইনালে উঠবে ভারত।
সুপার এইটের এক নম্বর গ্রুপে তিন ম্যাচের তিনটিতে জয় নিয়ে শীর্ষে থেকে শেষ চারে এসেছে ভারত। অপর দিকে, গ্রুপ দুইয়ে ইংল্যান্ডের অবস্থান ছিল দুই নম্বরে। সেখান থেকে তারা শেষ চারে উঠেছিল। তাই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হয়ে গেলে এর ফায়দা পাবে রোহিত-কোহলিরা।
ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/এমএস