Connect with us
ক্রিকেট

সমীকরণের জালে জড়ানো ভারত, ছুটি কি বাতিল রোহিতের?

Rohit sharma
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এতে করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সহজ পথটি কঠিন করে ফেলেছে রোহিত শর্মার দল। ফাইনালে যাওয়ার সহজ পথটি জড়িয়ে ফেলেছে সমীকরণের মারপ্যাচে। তাই এখন রোহিতদের সকল পরিকল্পনা অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া বোর্ডার-গাভাস্কার ঘিরে। এখন সেই পরিকল্পনা সাজাতেই ব্যস্ত ভারত। ফলে বাতিল হতে পারে রোহিতের ছুটিও।

কিছুদিন ধরেই ভারতীয় গণমাধ্যমের সুবাদে জানা যায় যে কিছুদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন রোহিত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে দেখা যাবে না তাঁকে। রোহিতের বদলে অধিনায়কত্ব সামলাবেন জাসপ্রিত বুমরাহ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর শোনা যাচ্ছে শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন রোহিত। অর্থাৎ বাতিল হয়ে যাবে রোহিতের ছুটি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায় যে, অস্ট্রেলিয়া সফরে শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন রোহিত। যদিও প্রথম ম্যাচে রোহিত খেলবেন কি না সেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে রোহিতের উপর। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। অস্ট্রেলিয়ার পার্থে মুখোমুখি হবে দুই দল।

ইন্ডিয়া টুডেকে একটি সূত্র জানিয়েছে যে, শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন রোহিত শর্মা, কিন্তু জরুরি প্রয়োজনে সন্তানসম্ভবা স্ত্রীর কাছে ফেরার পথ খোলা রাখতে প্রথম টেস্ট নাও খেলতে পারেন রোহিত। সেটা তাঁর কাছেই ছেড়ে দিয়েছে বোর্ড।

নিউজিল্যান্ড সিরিজ শেষে গণমাধ্যমকে রোহিত বলেন, ‘আমি এখনও নিশ্চিত করে বলতে পারছি না। আমি যেতে পারব কি পারব না সেটা ওই সময়ের উপর নির্ভর করছে। দেখা যাক কি হয়।’ এর আগেও একবার এমন ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেটে। সেবার কোহলি প্রথম সন্তানের বাবা হওয়ায় প্রথম টেস্ট খেলে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসেন। সিরিজের বাকি তিন ম্যাচে আর দলের সাথে যোগ দেননি কোহলি। যদিও অজিঙ্কা রাহানের নেতৃত্বে সেই সিরিজ নিজেদের করে নেয় ভারত।

দুই দশক পরে ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশ করে পুরো বিসিসিআইকে নাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। বিসিসিআই এবার নেমেছে এমন করুণ পরাজয়ের রহস্য উদঘাটনে। ভারতীয় গণমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে জানা যায় যে, ৬ ঘন্টা ম্যারাথন বৈঠকে হারের কারণ জানতে চাওয়া হয়েছে কোচ গৌতম গাম্ভীর এবং অধিনায়ক রোহিতের থেকে। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকর, বোর্ড সচিব জয় শাহ এবং বিসিসিআই প্রধান রজার বিন্নি।

উল্লেখ্য ঘরের মাঠে চরম ব্যর্থতার ফলস্বরূপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে ভারত। তাই ফাইনালে যেতে হলে শুধু সিরিজ জিতলেই হবে না, জিততে হবে ৪-০ ব্যবধানে। না হলে ৩-১ বা ৩-২ ব্যবধান সিরিজ শেষ করলে নির্ভর করতে হবে অন্য দলের জয়-পরাজয়ের উপর।

আরো পড়ুন : সাকিব-তামিম-মুশফিক ছাড়াই ১৮ বছর পর মাঠে নামলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট