পাকিস্তানকে ২২৮ রানে এবং শ্রীলঙ্কাকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। এদিকে ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার পর বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনালে। ওই ম্যাচে যে জিতবে সে ফাইনাল খেলবে।
মঙ্গলবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২১৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। দিনুথ ওয়াল্লেলাগার অলরাউন্ডার পারফর্ম্যান্সে ভর করে ভালোই জবাব দিচ্ছিলো লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ১৭২ রানেই সবকটি উইকেট খুইয়ে বসে। এতেই ফাইনাল নিশ্চিত হয় কোহলি-রোহিতদের।
অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে সাকিবদের মুখোমুখি হতে হবে ভারতের। যারা পুরো টুর্নামেন্টে এখনো হারেনি এবং প্রভাব দেখিয়ে যাচ্ছে। ওই ম্যাচে ভারতকে হারালেও ভারতের কোনো বিপদ হবে না।
এছাড়া আগামীকাল পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এই ম্যাচে যে জিতবে সে ফাইনালে খেলবে। বৃষ্টিতে ভেস্তে গেলেও পয়েন্ট ভাগাভাগি হলে নেট রান রেটে যে এগিয়ে থাকবে সে ফাইনালে উঠবে। তাই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন: মেসিকে ছাড়াই বড় ব্যবধানে জিতলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৩/এজে