Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডকে ৫৫৭ রানের বিশাল টার্গেট দিল ভারত

India vs england 3rd test 4th day
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের চতুর্থ দিন। ছবি- ইএসপিএন

যশস্বী জয়সওয়ালের দ্বিশতকে ইংলিশদের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। ৩২২ রানের লিডে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ চতুর্থ দিন ৮ উইকেট হাতে নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। এদিন দ্বিতীয় সেশনে ইনিংস ঘোষণা করেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) চলছে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। প্রথম ইনিংসে ১২৬ রানের লিড নেয়া ভারত দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে আরও ১৯৬ রান যোগ করে। এদিন শুভমান গিল নিজের সেঞ্চুরি মিস করলেও পরপর দুই ম্যাচে দুই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়সওয়াল।

চতুর্থ দিনের খেলা আজ আরও ২ উইকেট হারিয়ে ২৪৫ রান যোগ করেছিল ভারত। এতে ইংলিশদের ৫৫৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৩৬ বল মোকাবেলা করে অপরাজিত ২১৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। দ্বিশতক করার পথে তিনি হাকিয়েছেন ১৪ চার এবং ১২ ছক্কার মার।

সেঞ্চুরি করার পথে ছিলেন শুভমান গিলও। তবে দুর্ভাগ্যজনক রান আউটে থামেন ৯১ রানেই। এরপর কুলদীপ যাদব দেখান ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রদর্শন। তবে ৯১ বলেন ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর অভিষিক্ত সরফরাজকে নিয়ে বাকিটা সময় কাটিয়ে দেন জয়সওয়াল।

অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৬২ রান করার পর দ্বিতীয় ইনিংসেও সরফরাজ খেলেছেন ৬৮ রানের অপরাজিত একটি ইনিংস। গতকাল দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা আউট হয়েছিলেন ১৯ রান করে এবং রজত পাতিদার ফিরেছেন রানের খাতা না খুলেই।

এর আগে প্রথম ইনিংসে ভারতের করা ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ভালো শুরু করেছিল ইংল্যান্ড। তবে তৃতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ৩১৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এদিন ইংলিশদের হয়ে ১৫১ বলে সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন বেন ডাকেট।

আরও পড়ুন: প্র্যাকটিসে বল লাগলো মাথায়, মাঠ ছেড়ে হাসপাতালে মুস্তাফিজ

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট