
দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির কোন বড় ইভেন্ট। তবে ভারতের বিরোধীতায় টুর্নামেন্টের একটা অংশ খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। মূলত পাকিস্তানে খেলতে যাওয়ায় অস্বীকৃতি জানানো ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে। বিষয়টি নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন।
যেহেতু একই ভেন্যুতে, একই মাঠে খেলছে ভারত, সেহেতু তারা প্রায় এক ধরনের হোম সুবিধাই পেয়ে যাচ্ছে। যেমনটা স্বাগতিক দেশ হয়েও পাচ্ছে না খোদ পাকিস্তান। আর তাই বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ডুসেন। যেখানে তিনি মন্তব্য করেন, ভারত যে ঘরের মাঠের সুবিধা পাচ্ছে, তা বুঝতে রকেট সাইন্সের প্রয়োজন পড়ে না।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, ‘এটা নিশ্চিতভাবেই সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করছে। এটা অবশ্যই একটা সুবিধা। আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে এবং একই উইকেটে খেলেন, সেটা তো অবশ্যই সুবিধা। আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেটবিজ্ঞান জানতে হবে।’
আরও পড়ুন:
» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (১ মার্চ ২৫)
» যে সমীকরণে এখনও সেমিফাইনালে উঠতে পারে আফগানিস্তান
অবশ্য এতে করে ভারতের প্রত্যাশার চাপও রয়েছে বলে মনে করেন ডুসেন, ‘এখন এটা তাদের দায়িত্ব যে সুবিধাটাকে ব্যবহার করা। এক অর্থে, এটা তাদের ওপর আরও চাপ তৈরি করে; কারণ, যারাই সেমিফাইনাল কিংবা সম্ভাব্য ফাইনাল খেলবে, তাদের সেখানে যেতে হবে এবং এই কন্ডিশন তাদের জন্য পুরোপুরি অপরিচিত। কিন্তু ভারত এটাতে অভ্যস্ত। তাদের ওপর সবকিছু ঠিকঠাক করার চাপ থাকবে; কারণ, তাদের সবকিছুই জানা আছে।’
প্রসঙ্গত, এরই মধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে বাংলাদেশকে। আর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ধবল ধোলাই করেছে তারা। নিরপেক্ষ ভেন্যুতে খেলার কারণে হোম সুবিধাও পায়নি স্বাগতিক দল। এতে করে পাকিস্তান ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকেই।
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/এফএএস
