Connect with us
ফুটবল

পাকিস্তানকে হারিয়ে সাফে শুভ সূচনা করল ভারত

India vs Pakistan women football in Saff
সাফে পাকিস্তানকে হারাল ভারত। ছবি- সাফ (ফেসবুক)

নেপালের কাঠমান্ডুতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর। ভারত পাকিস্তান মহারণ দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেখা গেছে গোল বন্যার খেলা। যেখানে পাকিস্তানকে ৫-২ গোলে পরাজিত করে সাফে শুভ সূচনা করল সর্বোচ্চ পাঁচবারের শিরোপাজয়ী ভারত।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। যেখানে জয়ের রাতে ভারতের হয়ে জোড়া গোল করেছেন গ্রেস দাংমেই ও একটি করে গোল করেছেন মনীষা কল্যাণ, বালা দেবী ও জ্যোতি চোহান। এ ছাড়া পাকিস্তানের হয়ে গোল পেয়েছেন সুহা হিরানি ও কায়লা মারিন সিদ্দিক।

এদিন ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে এগিয়ে যায় ভারত। এমনকি প্রথমার্ধে নির্ধারিত সময়ের মধ্যে ৪-০ গোলের লিড নিয়ে নেয় তারা। যদিও প্রথমার্ধের যোগ করার সময়ে এক গোল শোধ করে পাকিস্তান। এদিন দ্বিতীয়ার্ধে খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই গোল ব্যবধান আরও কমিয়ে আনে পাকিস্তান।

যদিও এরপর আর ম্যাচে কোন গোলের দেখা পায়নি তারা। উল্টো ৭৮ মিনিটে আরও একটি গোল হজম করে ৫-২ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত কোন দল আর গোলের দেখা না পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এতে গতবারের ব্যর্থতা ভুলে এবার সাফ চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করল তারা।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে প্রোটিয়ারা

» ‘সরকার নয়, দেশে না ফেরার সিদ্ধান্ত সাকিবের নিজের’

এদিকে আঞ্চলিক এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের খেলা বড় চ্যালেঞ্জ। কেননা তাদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ভারত ও পাকিস্তান। আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচ দুটি হবে বাংলাদেশ সময় বিকেল ৫ টা ৪৫ মিনিটে। এছাড়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচ আয়োজন হবে নেপালের কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে। এর আগে গত আসরে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। 

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল