Connect with us
ক্রিকেট

ম্যাচ হারের পর-ই স্বস্তি মিললো ভারতের

India test team
ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারত-নিউজিল্যান্ড মধ্যকার চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কিউদের কাছে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। সেই সঙ্গে বেঙ্গালুরুতে টানা ১৯ বছরের জেতার রীতি অবসান ঘটলো ভারতের। এছাড়াও ৩৬ বছর পর ঘরের নিউজিল্যান্ডের বিপক্ষে হারলো রোহিত-কোহলিরা। তবে এবার স্বস্তি পেতে যাচ্ছে ভারত। চোট কাটিয়ে ২২ গজে ফেরার আশ্বাস মেলেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ শামির।

চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারত দলের সঙ্গে নেই শামি। পায়ের চোট থেকে সেরে উঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ডান-হাতি এই পেসার। চলমান নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে নেই তিনি। তবে আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফির অস্ট্রেলিয়া সফরের দলে থাকার সম্ভাবনা রয়েছে শামির। সে সম্ভাবনা আরও জোরদার করলেন বেঙ্গালুরুতে পুরোদমে বোলিং করে।

আজ (রবিবার) ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়ার পর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচে এক ঘন্টারও বেশি সময় বোলিং করেছেন শামি। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করেছেন তিনি। তার বোলিংয়ের সময় উপস্থিত ছিলেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। এছাড়াও বোলিং কোচ মরনে মরকেলও শামির বোলিং পর্যবেক্ষণ করেছেন।

স্থানীয় সময় দুপুর আড়াইটা থেকে বোলিং শুরু করেন শামি। শামির বল মোকাবেলা করছিলেন নায়ার। পুরো রানআপে বোলিং করেন তিনি। বোলিংয়ের সময় কোনো অস্বস্তি দেখা যায়নি ভারতীয় এই ক্রিকেটারকে। তবে কিছু সময় বিশ্রাম নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিজের ঝুলিতে ভরেছেন শামি। সেই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি। সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপে জাভাগাল শ্রীনাথকে ছাড়িয়ে হয়েছিলেন বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী। কিন্তু এরপর থেকে ২২ গজে দেখা মেলেনি শামিকে।পায়ের ইনজুরির কারণে প্রায় ৯ মাস ধরেই আছেন মাঠের বাইরে।

আরও পড়ুনঃ বাবরকে ফর্মে ফেরার পরামর্শ দিতে গিয়ে যা বললেন শেবাগ

ক্রিফোস্পোর্টস/২০ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট