Connect with us
ক্রিকেট

টান টান উত্তেজনার ম্যাচে শেষ হাসি ভারতের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজটি জিতে নিলো ভারত। ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচ অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ভারতের দেওয়া ১৬১ রানের টার্গেটের জবাবে ১৫৪ রান করেই থেমে যায় অজিরা। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয় ভারত।

রবিবার (৩ ডিসেম্বর) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। তবে ব্যাটিংয়ের শুরুটা আশানুরূপ হয়নি ভারতের। পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত।

বিপদ থেকে উদ্বার করতে আসা অধিনায়ক সূর্যকুমার যাদবও ফিরে যান দলীয় ৪৬ রানের মাথায়। দুর্দান্ত ফর্মে থাকা রিংকু সিংয়ের ব্যাটও হাসেনি আজ। ১০ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। পরবর্তীতে শ্রেয়াস আইয়ার জিতেশ শর্মার সাথে ৪২ এবং আক্সার প্যাটেলের সাথে ৪৬ রানের জুটিতে ভর করে ১৬০ রানের পুজি পায় ভারত।

১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে বরাবরের মতোই ব্যাটিংটা মারকুটে ভঙ্গিতেই করেন ট্রাভিস হেড। তবে ওপেনিংয়ে নামা আরেক ব্যাটার মাত্র ৪ রান করে মুখেস কুমারের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। ৫ম ও ৭ম ওভারে রবি বিশ্নোইয়ের জোড়া আঘাতে ট্রাভিস এবং হার্ডি ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা ভারতের হাতে চলে আসে।

১৭ তম দিকে মুখেস কুমার জোড়া আঘাত হানলেও অধিনায়ক ম্যাথিও ওয়েডের কল্যানে জয়ের দ্বারে পৌঁছে যায় অজিরা। তবে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান যা তুলতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। ফলে ৬ রানে জয় পায় স্বাগতিকরা। ভারতের হয়ে মুখেস কুমার ৩ টি ও রবি বিশ্নোই ২ টি উইকেট নেন।

এর আগে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত। আজকের জয়ে ৪-১ এ এগিয়ে থেকে সিরিজটি সম্পন্ন করলো ভারত।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট