Connect with us
ক্রিকেট

কানপুরে চালকের আসনে ভারত, হার এড়াতে পারবেন শান্তরা?

Bangladesh vs India_Kanpur Test_Day 4
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

কানপুর টেস্টের দুই দিনই ভেস্তে গেছে বৃষ্টিতে। আর প্রথম দিন খেলা মাঠে গড়ালেও কেবল ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিন পুরোপুরি খেলার সুযোগ পেয়েছে দুই দল। এই ম্যাচের বাকী রয়েছে আর একদিন। তবে এমন ম্যাচেও কি কোনো দলের পক্ষে জয় তুলে নেয়া সম্ভব!প্রথম দিনের বৃষ্টি বাধা এবং দ্বিতীয় ও তৃতীয় দিন পুরোপুরি পরিত্যক্ত হওয়ার পর সবারই ধারণা ছিল ড্র হবে কানপুর টেস্ট। তবে চতুর্থ দিনের খেলা শেষে ভারতের জয়ের পক্ষেই কথা বলছে এই ম্যাচ।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়েই শুরু হয় চতুর্থ দিনের খেলা। প্রথম দিন ৩৫ ওভার খেলার সুযোগ পেয়ে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনে এসে মোট ২৩৩ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশ ধীরগতিতে রান তুললেও ভারত সেটা করেনি। স্বাগতিকদের ব্যাটিং অ্যাপ্রোচ থেকে স্পষ্ট হয়ে যায়, জয়ের জন্য লড়ছে তারা। ইনিংসের প্রথম তিন ওভারেই দলীয় অর্ধশতক তুলে নেয় ভারত। প্রথম দল হিসেবে এমন কীর্তি গড়েছে তারা। এরপর দলীয় শতরান তুলতে তাদের প্রয়োজন হয় কেবল ১০.১ ওভার।

আরও পড়ুন:

» সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিং, অল্পের জন্য ফাইফার মিস

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরার বিষয়ে যা বললেন তামিম 

দলীয় ১২৭ রানে যশস্বী জয়সওয়ালকে (৭২) ফেরানোর পর আর কয়েকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। এতে ভারতের রান কিছুটা চাপলেও লোকেশ রাহুল ও বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও দ্রুত গতিতে রান তুলতে থাকে স্বাগতিকরা। এরপর কোহলিকে ৪৭ রানে ফেরান সাকিব এবং রাহুলকে ৬৮ রানে ফেরান মিরাজ। শেষ পর্যন্ত ৩৪.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

বাংলাদেশের হয়ে অল্পের জন্য ফাইফার মিস করেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুজনেই সমান ৪টি করে উইকেট শিকার করেছেন।

৫২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শেষদিকে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। ওপেনার জাকির হাসানসহ নাইট ওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদের উইকেট হারিয়েছে দলটি। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে টাইগাররা। এখনো ২৬ রানে পিছিয়ে শান্তরা।

আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম ও শেষদিনের ব্যাটিং শুরু করবেন অপরাজিত থাকা সাদমান ইসলাম ও মুমিনুল হক। এই ম্যাচে ড্র করতে হলেও কালকের দিনে টিকে থাকতে হবে বাংলাদেশকে। অন্যথায় ভারত দ্রুত উইকেট তুলে নিতে পারলে ফলাফল তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট