আবারও বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। তবে এবারই প্রথম বাংলাদেশের মাটিতে ৫টি টি-টোয়েন্টি খেলবে হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্দানারা। এই সিরিজ খেলতে আাগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতের নারী ক্রিকেট দল। সিরিজের ৫টি ম্যাচই হবে সিলেটের মাঠে।
এদিকে আসন্ন এই সফরের জন্য নিজেদের ওয়েবসাইটে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শক্তিশালী এই দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং সহ–অধিনায়ক স্মৃতি মান্দানা।
বাংলাদেশের নারী ক্রিকেট দলের এটাই প্রথম পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে প্রথম দুটি ও শেষ ম্যাচটি হবে ডে-নাইট। এই তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুইটায়। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ এপ্রিল। দুদিন পর ৩০ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ২, ৬ ও ৯ মে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের নারী দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি টাই হওয়ায় ১-১ এ ড্র হয়েছিল।
বাংলাদেশ সফরে ভারতের ১৬ সদস্যের স্কোয়াড
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহ–অধিনায়ক), শেফালি বর্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), সস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, সাইকা ইসহাক, আশা সোভানা ও তিতাস সাধু।
আরও পড়ুন: কলকাতার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল ২৪)
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/এজেড