চলতি বছরই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিষয়টি মাথায় রেখে এবার বাংলাদেশ সফরে আসছে ভারত। যেখানে থাকতে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ প্রস্তুতি নিতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে অস্ট্রেলিয়া। আগামী ২৩ এপ্রিল ভারতও চলে আসবে টাইগ্রেসদের দূর্গে। ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের পর্দা নামবে ৯ মে পঞ্চম টি-টোয়েন্টি দিয়ে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে সিলেটের মূল মাঠে এবং দুটি আউটডোরে।
এক নজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২৮ এপ্রিল | ১ম ম্যাচ | সিলেট (মূল) | সন্ধ্যা ৬টা ৩০ |
৩০ এপ্রিল | ২য় ম্যাচ | সিলেট (মূল) | সন্ধ্যা ৬টা ৩০ |
২ মে | ৩য় ম্যাচ | সিলেট (আউটার) | দুপুর ২টা |
৬ মে | ৪র্থ ম্যাচ | সিলেট (আউটার) | দুপুর ২টা |
৯ মে | ৫ম ম্যাচ | সিলেট (মূল) | সন্ধ্যা ৬টা ৩০ |
আরও পড়ুন: ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ‘বড় ভুল’ করেছিলেন আম্পায়ার, স্বীকারোক্তি
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এফএএস