সদ্য সমাপ্ত হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক। পরবর্তী ২০২৮ অলিম্পিক যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এবং ২০৩২ অলিম্পিক অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। তবে ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক দেশ এখনো নির্ধারিত হয়নি। ২০৩৬ সালে এই মেগা টুর্নামেন্টটি আয়োজন করার স্বপ্ন দেখছে ভারত।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগ্রার লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ভারতে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের ইচ্ছার কথা জানান তিনি।
মোদি বলেন, ‘ভারতের স্বপ্ন ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা। এর জন্য আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। ভারত কত ভালোভাবে জি-২০ বৈঠক আয়োজন করেছে সেটা গোটা বিশ্ব দেখেছে। যা থেকে প্রমাণিত হয় বড় মাপের কোনও ইভেন্ট আয়োজন করার সক্ষমতা ভারতের রয়েছে।’
আরও পড়ুন:
» পাকিস্তানে বন্ধ ইন্টারনেট, শান্তদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন
» ইয়ামালের বাবার সঙ্গে কী হয়েছিল?
২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারতে পাশাপাশি আরো প্রতিযোগী রয়েছে। মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও সৌদি আরবও এই মেগা টুর্নামেন্টের আয়োজক হতে ইচ্ছুক। এর ফলে ভারত চাইলেই আয়োজক হতে পারছে না। তবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার (আইওসি) সভাপতি টমাস বাখের সমর্থন রয়েছে ভারতের প্রতি।
২০৩৬ সালের অলিম্পিক কোথায় আয়োজিত হবে তা জানা যাবে আগামী বছর। এক নির্বাচনের মাধ্যমে আয়োজক দেশ ঘোষণা করবে অলিম্পিকের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ভারত। রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল একাধিক খেলাধুলার এই টুর্নামেন্টটি। ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক স্বত্ব ভারত পেলে সেটা অনুষ্ঠিত হতে পারে আহমেদাবাদে।
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/বিটি