Connect with us
ক্রিকেট

নতুন ‘ধোনি’ পেতে চলেছে ভারত?

Dhruv Jurel
উইকেটেরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল। ছবি- সংগৃহীত

ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানের তালিকায় ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির নাম উপরের দিকেই থাকবে। ধোনির সবচেয়ে উল্লেখযোগ্য দিক উইকেটের পেছনে এবং ব্যাট হাতে সমানভাবে খেলায় প্রভাব রাখতে পারতেন ভারতকে বিশ্বকাপ জেতানো সাবেক এই কাপ্তান। এবার ধোনির মত আরেকজন উইকেটরক্ষক ব্যাটারকে ভারত পেতে চলেছে বলে মন্তব্য করলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

অনেকের কাছেই ব্যাট হাতে ফর্মে থাকা ধোনির থেকে ভালো কোনো ফিনিশার ক্রিকেট বিশ্বে ছিল না। টিম ইন্ডিয়াকে যে কত ম্যাচে একাই জিতিয়েছেন তার হিসেব নেই। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ব্যাট করার পাশাপাশি উইকেটরক্ষকের গ্লাভস হাতেও সমান কার্যকরী ছিলেন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবে মাত্র দুইটি টেস্ট ম্যাচ খেলা ধ্রুব জুরেলও ধোনির মতই স্টাম্পের পেছনে ও সামনে আলো ছড়াতে শুরু করেছেন। তাই এই তরুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় গ্রেট গাভাস্কার।

ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে অভিষেকের পর রাঁচি টেস্টেও দলে আছেন এই তরুণ। অভিষেক টেস্টে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৬ রানের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে খেলেন ৯০ রানের মহাগুরুত্বপূর্ণ এক ইনিংস। ব্যাটিংয়ের সাথে স্টাম্পের পেছনে তার তৎপরতা নজর কেড়েছে সুনীল গাভাস্কারের।

এই তরুণ তুর্কিকে নিয়ে গাভাস্কারের মন্তব্য, ‘ব্যাটিংয়ের সাথে কিপিংয়েও সমানভাবে কার্যকরী জুরেল। ধোনির মতই তার মধ্যে ম্যাচ সচেতনতার বিষয়টি দেখা গেছে। যদিও আরেকজন এম এস ধোনিকে পাওয়াটা সম্ভব নয়। তবে তরুণ বয়সে ধোনির মধ্যে যে ম্যাচ সচেতনতা ছিল তা জুরেলের মধ্যেও লক্ষ্যনীয়। সে হিসেবে আমরা হয়তো আরেকজন এম এস ধোনিকে পেতে চলেছি।’

আরও পড়ুন: শেবাগের ১৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জয়সওয়াল 

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট