বিশ্ব ক্রিকেটে নাম্বার ওয়ান দলের মুকুট এখন ভারতে। ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ স্থানে অর্জন করেছে টিম ইন্ডিয়া। আগে থেকেই টি-টোয়েন্টি ও টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা ছিল ভারভার। এবার ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিনে তিন ভারত। পাকিস্তানকে হটিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে গেল ভারত।
তবে অজিদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে পারলে নাম্বার ওয়ান দল হয়েই আসন্ন ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করবে কোহলি-রোহিতরা। তবে এ পথে কাঁটা বিছিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। কেননা অজিরা বাকি দুই ম্যাচ জিতে গেলে ভারতের ঘারে নিশ্বাস ফেলা পাকিস্তান আবারও শীর্ষে উঠে যাবে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির বর্তমান তালিকায় ১১৬ রেটিং নিয়ে শীর্ষে ভারত। শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে যাওয়া পাকিস্তানের রেটিং ১১৫। আর ১১১ রেটিং নিয়ে তালিকার তিনে আছে অস্ট্রেলিয়া।
এদিকে মোহালিতে শুক্রবারের ম্যাচে অজিদের ৫ উইকেটে হারিয়েছে ভারত। বল হাতে আলো ছড়িয়েছেন পেসার মোহাম্মদ সামি। ৫ উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ : জেনেনিন চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৩/এসএ