Connect with us
ক্রিকেট

১৫ রানে বেশি করতে পারলো না কেউই, শুরুতেই হার ভারতের

NZL vs IND
রান আউটের বিতর্ক জন্ম দেন হারমানপ্রীত, জয় পায় নিউজিল্যান্ড। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশ ও পাকিস্তান জয় দিয়ে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলেও ভারত হেঁটেছে উল্টো পথে। নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে হারমানপ্রীত কৌররা। নিউজিল্যান্ড নারী দলের কাছে ৫৮ রানে হেরে বিশ্বকাপের যাত্রা শুরু হলো টিম ইন্ডিয়ার নারী দলের। এদিন ব্ল্যাকক্যাপস নারীরা ১৬০ রান তুললেও ভারত তুলতে পারে মাত্র ১০২ রান।

শুক্রবার (৪ অক্টোবর) দুবাইয়ের মাঠে টস জিতে আগে ব্যাটিং করে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় আসে হারমানপ্রীতের থ্রোতে দেয়া রানআউটের সিদ্ধান্ত। আর ভারতীয় ব্যাটারদের কেউই এদিন ১৫ রানের বেশি করতে পারেননি। সর্বোচ্চ ১৫ রান আসে হারমানপ্রীতের ব্যাট থেকেই। সবমিলিয়ে ১০২ রানেই গুটিয়ে যায় ভারত।

ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে-র ছয় ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ভারতীয় বোলাররা দিশেহারা হয়ে পড়েছিলেন। সেই সাথে ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের খেসারতও দিতে হয়েছে তাদের। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসর শুরু করার পর এমন বাজে অবস্থা দেখে হিমশিম খাচ্ছে ভারতীয় দলের ম্যানেজম্যান্ট।

আরও পড়ুন:

» আবারও অধিনায়কত্ব উঠলো সাকিবের কাঁধে, কালই নামবেন মাঠে

» শনিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, ইংল্যান্ডকে হারাতে পারবে?

ম্যাচের ১৪তম ওভারে দীপ্তি শর্মার শেষ বল লং-অফে পাঠিয়ে রান নিয়েছিলেন অ্যামেলিয়া কের। দুইরানের জন্য দৌড় শুরু করলে হারমানপ্রীত বল ধরে ছুড়ে দেন। রিচা রান আউট করেন কেরকে। কিউই ব্যাটার নিজেকে আউট মনে করে সাজঘরে ফিরতে শুরু করলেও আম্পায়ার তাকে ডেকে নেন। হারমানপ্রীত প্রতিবাদ করলে জানানো হয়, তিনি বল ধরার সঙ্গে সঙ্গে সেটি ‘ডেড’ হয়ে গিয়েছে। ফলে কেরের রান আউট বৈধ নয়।

নিউজিল্যান্ডের অধিনায়ক সোফিকে কোনো বোলারই পরাস্ত করতে পারেননি। শেষ ওভারে অর্ধশতরান পূরণ করে অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৭ রানে। বাকিদের মধ্যে প্লিমার ৩৪ ও সুজি  ২৭ রান করেন। সব মিলিয়ে তাদের ইনিংস থামে ১৬০ রানে।

জবাবে ইনিংসের প্রথম বলে চার মেরে শুরুটা ভাল করেছিলেন স্মৃতি মান্দানা। প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের প্রথম বলেই। ষষ্ঠ ওভারের মধ্যে প্রথম তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। রানের গতি কমতে থাকে। পরে একে একে ব্যর্থ হন সবাই।

ক্রিফোস্পোর্টস/০৪অক্টোবর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট