১২ বছর পর আবারও বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল ভারতের। আহমেদাবাদের মাঠে সব প্রস্তুতিই ছিল। টানা ১০ ম্যাচে জয়, শক্তিশালী টিম এবং অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা। কিন্তু ফাইনালে সেসব কিছুই কাজে লাগলো না। একেবারে নাস্তানাবুদ হয়ে শিরোপা হাতছাড়া করেছে রোহিত শর্মার দল।
ফাইনালের এই হারে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। এই ম্যাচে ভারতের হারের জন্য দায়ী কোন পাঁচ ক্রিকেটার? খুঁজে বের করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
রোহিত শর্মা: বড় রানের ইঙ্গিত দিয়ে ইনিংস শুরু করেও বেশিদূর এগোতে পারেননি ভারত অধিনায়ক। সেই সঙ্গে অশ্বিনকে না খেলানোও ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। তাছাড়া রোহিত যে শটে আউট হয়েছেন তা অভিজ্ঞদের সঙ্গে মানানসই না। এ কারণে তাকে কাঠগড়ায় তোলা যেতে পারে।
শ্রেয়াস আইয়ার: ভারতের দুই উইকেট পড়ার পর ক্রিজে আসেন আইয়ার। যখন তার উচিত ছিল কোহলির সঙ্গে বড় জুটি বাধা। কিন্তু মাত্র ৪ রানেই আউট হলেন তিনি। তার আউটে বড় ধাক্কা খায় ভারত। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা শ্রেয়াসের কাছে বড় আশা ছিল ভারতের। কিন্তু সে আশা পূরণ করতে পারেননি আইয়ার।
লোকেশ রাহুল: ভারতের হয়ে সর্বোচ্চ রান করা লোকেশ রাহুলকেও দায়ী করছেন অনেকে। ৬৬ বল করতে ১০৭ বল খেলেছেন তিনি। এতো বল খেলায় রাহুলের জন্যই রানের গতি কমে গিয়েছিল ভারতের। কিন্তু পরে তিনি রানের গ্রাফটা আর বড় করতে পারেননি।
সূর্যকুমার যাদব: ভারতের শেষ দিকে ভরসা হতে পারতেন সূর্য কুমার। টেলএন্ডারদের নিয়ে দায়িত্বের সাথে খেললে রান বাড়াতে পারতেন সূর্যকুমার। কিন্তু তিনি দায়িত্ব নিতে পারেননি। উল্টো টি-টোয়েন্টি স্টাইল ফলো করে দলকে বিপদে ফেলেছেন।
মোহাম্মদ সিরাজ: বিশ্বকাপের আগে থেকেই বল হাতে ভারতকে সাহস দিচ্ছেন যে সিরাজ। আজ যেন একবারও যে ভূমিকায় আসতে পারেননি সিরাজ। ফাইনালে রান কম হওয়ায় সিরাজকে নতুন বল দিতে পারেননি রোহিত। ১৬ ওভারের পরে বলে এসেও উইকেট নিতে পারেননি সিরাজ। যা ভারতকে হারের দিকে ঠেলে দেয়।
আরও পড়ুন: ভারতকে মাটিতে নামিয়ে হেক্সা শিরোপা জিতলো অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এজে