Connect with us
ক্রিকেট

৪৬ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে যেসকল লজ্জার রেকর্ড গড়লো ভারত

virat kholi
রোহিত শর্মা ও ভিরাট কোহলি। ছবি : সংগৃহীত

সম্প্রতি ঘরের মাটিতে বাংলাদেশকে করেছে হোয়াইটওয়াশ। কিন্তু সেই দেশটিই কয়েকদিনের ব্যবধানে ঘরের মাটিতে পড়লো মহালজ্জায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কিউই বোলারদের সামনে রীতিমতো ধরাশায়ী ভারতীয় ব্যাটাররা। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অলআউট হলেন মাত্র ৪৬ রানে। এরই মধ্য দিয়ে ভারত গড়ে ফেলেছে বেশ কয়েকটি লজ্জার রেকর্ডও।

বেঙ্গালুরুতে ৪৬ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডে নাম লেখালো ভারত। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৭৫ রানে অলআউট হয়েছিল ভারত।

এটিই ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়েছিলো ভারত যা তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। এছাড়াও ১৯৭৪ সালে লডর্সে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হয় ভারত।

এশিয়ার মাটিতে টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড এখন ভারতের দখলে। এর আগে এই রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দখলে। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৫৩ রানে এবং ২০০২ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানও মাত্র ৫৩ রানে অলআউট হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ারও রেকর্ডও এখন ভারতের দখলে। এর আগে সর্বনিম্ন ২০১২ সালে নেপিয়ারে ৫১ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে।

ছেলেদের টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে ভারতের চেয়ে কম রানে অলআউট হয়েছে মাত্র ৩টি দল।

আজকের ম্যাচে ভারতের পাঁচজন ব্যাটার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ব্যাটিং লাইনআপের ৮ জন ব্যাটারের মধ্যে ৫ জনই শূন্য রানে আউট হওয়ার রেকর্ড টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার। এর আগে এই রেকর্ড ছিলো অস্ট্রেলিয়ার। ১৯৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন : মিরপুরে সাকিবের ফেরা ঠেকাতে অবস্থান

ক্রিফোস্পোটর্স /১৭অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট