Connect with us
ক্রিকেট

সিডনি টেস্টে রোহিতকে বাদ দিয়েই একাদশ সাজাতে পারে ভারত

india test team
শেষ টেস্টে রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নামতে পারে ভারত। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে গিয়ে একের পর এক আলোচনা-সমালোচনার মাঝেই সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। এরই মাঝে আরও একটি আলোচনার জন্ম দিলো ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীরের কথায়। কোচের ভাষ্য অনুযায়ী এবার সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নামতে পারে ভারত।

বোর্ডার-গাভাস্কার ট্রফির একেবারে শেষ প্রান্তে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ইতোমধ্যে পাঁচ টেস্ট সিরিজে প্রথম ৪ টেস্ট শেষে ২-১ এ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্ট হেরে ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কঠিন হয়ে গেছে ভারতের জন্য। বাকি মাত্র আর একটি টেস্ট। আগামীকাল (শুক্রবার) সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। যেখানে অফফর্মের কারণে দল থেকে বাদ পড়তে পারেন দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

সিডনি টেস্টের আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেননি রোহিত। তার পরিবর্তে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে হাজির হন দলটির হেড কোচ গৌতম গম্ভীর। এসময় সাংবাদিকরা তাঁকে রোহিতের না আসার কারণ এবং সিডনি টেস্টে রোহিতকে দেখা যাবে কি না এমন প্রসঙ্গে প্রশ্ন করলে গৌতম গম্ভীর বলেন, প্রধান কোচ হিসেবে আমি এসেছি এটাই তো যথেষ্ট। রোহিত একদম ঠিক আছে। আর কালকে পিচ দেখার পরই আমরা একাদশ নির্বাচন করবো। তখন বোঝা যাবে কে দলে থাকবে আর কে থাকবে না।


আরও পড়ুন :

» তাসকিনের বোলিং তোপে টানা দ্বিতীয় ম্যাচ হারল ঢাকা

» বিপিএলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকদের ভয়াবহ কাণ্ড


হেড কোচের এমন মন্তব্যের জেরেই মূলত সিডনি টেস্টে রোহিতের খেলা নিয়ে জেগেছে সংশয়। তবে এবারই প্রথম নয় এর আগেও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেননি রোহিত শর্মা। ব্রিসবেন টেস্টের আগে রোহিতের পরিবর্তে সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন শুভমান গিল। যদিও সেইবার বেশি প্রশ্ন করার সুযোগ দেননি গিল। সেই টেস্টের আগে মূলত ঐচ্ছিক অনুশীলন থাকায় মাঠে আসেননি রোহিত। ফলে সেইবার সংবাদ সম্মেলনেও যোগ দেওয়া হয়নি তার।

সিডনি টেস্টের আগে সব ক্রিকেটার সময়মতো এলেও রোহিত আসেন দেরিতে। ফলে এবার তার জায়গায় সংবাদ সম্মেলন করেন হেড কোচ গৌতম গম্ভীর। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা বাঁচিয়ে রাখতে এবং এই সিরিজ ড্র করতে শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে। ফলে দলের সবাই বেশ সিরিয়াস অনুশীলনে।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতেও হাসছে না রোহিতের ব্যাট। টানা দুই সিরিজে ব্যর্থ হওয়া ভারতীয় এই কাপ্তান সর্বশেষ ৯ টেস্টে ব্যাট করে রান করেছেন ১০.৯৩ গড়ে। চলমান টেস্ট সিরিজে সেই গড় নেমে দাঁড়িয়েছে ৬.২ এ। তবে শেষ পর্যন্ত সিডনি টেস্টে রোহিতকে দেখা না গেলে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন মেলবোর্ন টেস্টে না খেলা শুভমান গিল অথবা এই সিরিজে শুরু থেকে বেঞ্চে থাকা ধ্রুব জুরেল। আর রোহিতের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেতে পারেন প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি করা জাসপ্রিত বুমরাহ।

এসময় মেলবোর্ন টেস্টে হারের কারণ উত্তপ্ত ড্রেসিং রুম প্রসঙ্গে প্রশ্ন করলে ভারতীয় হেড কোচ বলেন, এগুলো সত্য না, সবটাই মিথ্যা গুঞ্জন। আর ড্রেসিংরুমে খেলোয়াড় এবং কোচদের মধ্যে আলোচনা-বিতর্ক হবে এটাই স্বাভাবিক। তবে এটা বাইরে প্রকাশ করার কিছু নেই। আপাতত সব স্বাভাবিক আছে।

উল্লেখ্য, যে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে ছিল ভারত। তবে সিরিজের ২য় ও ৪র্থ টেস্টে ভারতের বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে নেয় অজিরা। মাঝে ৩য় টেস্টে অজিরা দাপট দেখালেও বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হয়ে যায়।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভবনা বাঁচিয়ে রাখতে সিডনি টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২০২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট