Connect with us
ক্রিকেট

রাঁচি টেস্টে ব্যাকফুটে ভারত, লিডের আশায় ইংল্যান্ড

India vs England 4th Test Day 2
বশিরের স্পিন ঘূর্ণিতে লিডের আশায় ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

ইংলিশ স্পিনার শোয়াইব বশিরের স্পিন ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক ভারত। রাঁচি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে সফরকারীদের চেয়ে এখনো ১৩৪ রানের পিছিয়ে রোহিত শর্মার দল। ভারতের এমন ব্যাটিং বিপাকের মূল কারিগর ২০ বছর বয়সী স্পিনার শোয়াইব বশির। তিনি একাই ৪ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের মিডল অর্ডারে ধ্বস নামিয়েছেন। 

সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। এই রান টপকানোর লক্ষ্যে নেমে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২১৯ রান। উইকেটে দুই সেট ব্যাটার ধ্রুব জুরেল ও কুলদীপ যাদব যথাক্রমে ৩০ রান ও ১৭ রান করে টিকে থাকলেও বাকি ৩ উইকেট নিয়ে ১৩৪ রান টপকে ইংলিশদের বিপক্ষে লিড নেয়াটা রোহিতদের জন্য মোটেই সহজ হবে না।

রাঁচি টেস্টের প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান করা ইংলিশরা দ্বিতীয় দিনে ৫১ রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে বসে। টেস্ট ক্যারিয়ারে প্রথম অর্ধ শতক হাঁকানো অলি রবিনসন ৫৮ রান করে জাদেজার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। পরে শোয়াইব বশির ও জিমি অ্যান্ডারসনকেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরান জাদেজা। ফলে ১২২ রানে অপরাজিত থাকা জো রুটের ইনিংসটিও সেখানেই থমকে যায়।

তবে বল হাতে শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে ইংল্যান্ড। ব্যক্তিগত ২ রানে পেসার অ্যান্ডারসনের বলে আউট হন ভারত কাপ্তান রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলের ৮২ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।

কিন্তু এরপরই ভারতের ব্যাটিং লাইনআপকে এলোমেলো করার দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন ২০ বছরের তরুণ তুর্কি শোয়াইব বশির। শুবমান গিল, রজত পতিদার, রবীন্দ্র জাদেজা ও যশস্বী জয়সওয়ালের মত ব্যাটিং স্তম্ভদের পরপর তুলে নিয়ে স্বাগতিকদের মিডল অর্ডারে ধ্বসিয়ে দেন এই ইংলিশ স্পিনার।

গিল ৩৮ রানে, পতিদার ১৭ রানে, জাদেজা ১২ রানে এবং জয়সওয়াল ব্যক্তিগত ৭৩ রান করে বশিরের ফাঁদে কাটা পরেন। পরে সরফরাজ খান (১৪) ও রবীচন্দ্রন অশ্বিনকে (১) টম হার্টলি আউট করলে ১৭৭ রানেই ৭ উইকেট খুঁইয়ে বসে রোহিতের দল।

তৃতীয় দিনে তাই ভারতের হয়ে ব্যাটিংয়ে আশার প্রদীপ হয়ে থাকবে জুরেল ও কুলদীপ। কেননা দ্বিতীয় দিনে এই দুই অপরাজিত ব্যাটারের ব্যাটে ভর করেই দুইশ পেরিয়েছে ভারত। চলতি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও রাঁচিতে সফরকারীদের বিপক্ষে লিড নেয়াটা যে কঠিন হবে তা অনুমেয়ই। তার উপর আগামীকাল সেখানে বৃষ্টির পূর্বাভাস আছে বলেও জানা গেছে।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট যেন সোনার হরিণ! 

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট