Connect with us
ক্রিকেট

বাড়ছে ভারত-পাকিস্তান দ্বৈরথ, আর্থিক সংকটে পড়তে পারে আইসিসি

India and Pakistan
ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ ঘিরে নাটকীয়তার যেন শেষ-ই হচ্ছে না। সম্প্রতি ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তার অজুহাত দেখিয়ে আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে দল পাঠাবে না। এই জন্য এবার ভারত বর্জনের ডাক দিয়েছে পাকিস্তান সরকার।

আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে রাজনীতি বা দুই দেশের বৈরিতা না মেলাতে অনুরোধ করে আসছিল পাকিস্তান সরকার। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় ভারত। ফলে ভারত বর্জনে উত্তাল পাকিস্তান সরকার এবং জনগণ।

বেশ করেক বছর ধরে পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ টেস্ট খেলুড়ে দেশগুলো অনায়াসে সফর করছে। তবে শুধু ভারত নিরাপত্তার কথা বলে যেতে চাইনা পাকিস্তানে। প্রতিবেশী দেশের এমন আচরণ দেখে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে সকল ধরনের খেলা এবং ভারত সফর করবে না পাকিস্তান ক্রিকেট দল। এমনটাই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

তবে ভারত এবং পাকিস্তানের এমন শত্রুতার ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পাকিস্তান না খেললে সম্প্রচারের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।

এছাড়াও আগামী ২০২৫ থেকে ২০৩১ সাল পর্যন্ত ভারতে আইসিসির চারটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ।

পাকিস্তানে ভারত দল না পাঠানে পাকিস্তানও ভারতে যাবে না। এমনকি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও বা নিরপেক্ষ কোনো দেশ টুর্নামেন্ট আয়োজন করলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। ফলে এই সব দিক বিবেচনা করলেই বুঝা যাই, কতটা ক্ষতির সম্মুখীন হবে আইসিসি।

আরও পড়ুনঃ গোপনে প্র্যাকটিস করছে ভারতীয় দল, নেয়া যাচ্ছে না ফোনও

ক্রিফোস্পোর্টস/১৩ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট