Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তানের জয়, সুপার সিক্সে আজ হারলেই বাংলাদেশের বিদায়

Bangladesh, India and Pakistan u19 team 2024
ভারত-পাকিস্তানের জয়, বাংলাদেশের জন্য চেলেঞ্জ। ছবি- সংগৃহীত

যুব বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচ। গতকাল ভিন্ন দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের জয়ের পর সুপার সিক্সের দুই ম্যাচেই বাংলাদেশের জয়ের কোন বিকল্প নেই।

সুপার সিক্সের অদ্ভুত নিয়মে গ্রুপ-১ এ আগেই ভারত-পাকিস্তান থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ নিয়ে এসেছিল ২ পয়েন্ট, যেখানে ভারত এবং পাকিস্তানের ছিল ৪ পয়েন্ট। তবে গতকাল সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ভারত এবং পাকিস্তানের পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ৬।

বাংলাদেশের কাছে রয়েছে দুটি ম্যাচ। যুবা টাইগাররা দুই ম্যাচ জিতে অর্জন করতে পারবে সর্বোচ্চ ৬ পয়েন্ট। এদিকে ভারত এবং পাকিস্তানের রয়েছে আরও একটি করে ম্যাচ। তবে পাকিস্তানের পরবর্তী ম্যাচ বাংলাদেশের সঙ্গে। নেপালের পর পাকিস্তানকেও হারাতে পারলে তাদের সমান ৬ পয়েন্ট পাবে বাংলাদেশ, তবে তখন হবে নেট রানরেটের হিসেব।

বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী অবশ্য এত কিছু না ভেবে ভালো খেলতে চান, ‘আমরা আসলে প্রসেস নিয়ে ভাবছি, ম্যাচের ফল নিয়ে ভাবছি না। ফরম্যাটটার কারণে আমরা একটু ব্যাকফুটে আছি। তবে এসব নিয়ে ভাবছি না। আমরা জানি আমাদের হাতে দুটো ম্যাচ আছে, দুটোই জেতার চেষ্টা করব। পরেরটা পরে দেখা যাবে। আপাতত নেপাল ম্যাচ নিয়ে ভাবছি’।

সুপার সিক্সে গ্রুপ ১ এর ম্যাচে গতকাল নিউজিল্যান্ডকে ২১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে মুশির খানের ১৩১ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২৯৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং নৈপুণ্যে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সৌমি পান্ডে ১৯ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।

অপর ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৮১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন জন ম্যাকনেল। জবাব দিতে নেমে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে আহমাদ হাসান ও হারুন আরশাদের ৬৩ রানের জুটিতে জয়ের পথ খুজে পায় তারা। ৭২ বলে ৫৭ রান করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন আহমাদ হাসান।

আরও পড়ুন: সুপার সিক্সের অদ্ভুত নিয়ম, বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট