এ যেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে নিল ভারত। গেল আসরে ভারতকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। এবার সেমিফাইনালের মুখোমুখি দেখায় সেই হিসেবে পূরণ করল ভারত। ইংলিশদের বড় ব্যবধানে হারিয়ে বিদায় করেছে বিশ্বকাপ থেকে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার আফ্রিকার পর ফাইনালের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
গতকাল ম্যাচের শুরু থেকেই অনিশ্চয়তা জেকে বসেছিল গায়ানার আকাশে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ অনেকটা বিলম্বের পর হয়েছে শেষ। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৭১ রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং দাপটে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ব্যাটিং ইনিংস। হেতে ৬৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
সেমিফাইনালেও ভারতের হয়ে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। পাওয়ার প্লেতে ফিরে গেছেন মাত্র ৯ রান করে। রিশাভ পান্তও ব্যর্থ হলে দলের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। তাদের জুটিতে খুব দ্রুত সময় দলের স্কোর বেরিয়েছে শতরান। রোহিত শর্মা ফিরেছেন দলের সর্বোচ্চ ৩৯ বলে ৫৭ রান করে।
অপরদিকে সূর্যকুমার খেলেছেন ৩৬ গোলের ৪৭ রানের ইনিংস। এরপর হার্দিক পান্ডিয়ার ১৩ বলে ২৩ এবং জাদেজার ৯ বলে ১৭ রানের ছোট ইনিংসে ভর করে ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ওপেনিংয়ে অধিনায়ক জশ বাটলারের ব্যাটে ভালো শুরুর আশা দেখালেও পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তার দল।
বাটলার আউট হয়েছেন ১৫ বলে ২৩ রান করে। ফিলিপ সল্ট ৫ রানে ফেরার পর ডাক মেরে সাজঘরে ফিরেছেন মঈন আলি। এক অঙ্কের ঘরে কাটা পড়েছেন জনি বেয়ারস্টো। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে জশ বাটলারের দল। আগের ম্যাচে দারুণ খেলা লিভিংস্টোন ধরতে পারেননি দলের হার। স্যাম কারান ২ রান ও ক্রিস জর্ডান ফিরেছেন ১ রান করে।
হেনরি ব্রুক প্রতিরোধ গড়ার চেষ্টা করেও থেমেছেন ১৯ বলে ২৫ রান করে। শেষ দিকে দুই ছক্কা জোফরা আর্চারের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২১ রান। ১৭ তম ওভারের চতুর্থ বলে আর্চার আউট হয়ে ফিরে গেলে গুটিয়ে যায় ইংলিশদের গোটা ব্যাটিং ইনিংস। এতে করে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় থেকেই ফাইনালে উঠে এলো ভারত। আগামীকাল রাতে বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।
আরও পড়ুন: বিশ্বকাপ অভিযান শেষে সকালে দেশে ফিরবে বাংলাদেশ দল
ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/এফএএস