এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে দুঃসংবাদ পেল ভারত। এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের তারকা উইকেটকিপার-ব্যাটার রিশভ পন্ত।
ক্রিকবাজ জানিয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। এর ফলে চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে অধিনায়কত্ব করতে পারেননি তিনি। চোট থেকে দ্রুত সুস্থ হলেও ২০২৪ সালের জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না তিনি।
আরেকটি দুঃসংবাদ হলো, আগামী জুনে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের হয়ে খেলতে পারবেন না এ হার্ডহিটার।
জানা গেছে, তিনি পুরোপুরি সুস্থ হতে অন্তত ৭ থেকে ৮ মাস লাগবে।
যদিও এর আগে আশা করা হচ্ছিল, বিশ্বকাপে ফিরতে পারবেন এই ব্যাটার। কিন্তু সেই আশা এখন আর নেই। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানায়নি।
আরও পড়ুন: আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল বন্যায় ভেসে গেল রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্ন
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৩/এসএ