Connect with us
ক্রিকেট

‘শূন্য’ রানে আউটের নতুন রেকর্ড গড়ল ভারত

India set a new record of 'zero' runs out
টেস্টে ডাক মারার নতুন রেকর্ড গড়েছে ভারত। ছবি- সংগৃহীত

লজ্জাজনক এক রেকর্ড দিয়েই নিউজিল্যান্ড সিরিজ শুরু করেছিল ভারত। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। ঘরের মাঠে এটি ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এবার এই সিরিজে ডাক মারার এক নতুন রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে সিরিজে এখন পর্যন্ত ব্যাটিংয়ে ১৩টি ডাক মেরেছে ভারত। এতে ৫০ বছর আগের এক পুরোনো রেকর্ড ভেঙেছে তারা।

১৯৭৪ সালে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের ভারতের ১২ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছিল। ২০২৪ সালে এসে এই লজ্জার রেকর্ড ভেঙে নতুন আরেকটি রেকর্ড গড়ল তারা। তবে ভারতের দ্বিতীয় ইনিংস বাকী থাকায় এই সংখ্যা আরো বাড়তে পারে।

আরও পড়ুন:

» নেতৃত্বে আসার ব্যাপারে যা ভাবছেন তাসকিন

» একবার হলেও বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিততে চাই : বিরাট কোহলি

শনিবার (২ নভেম্বর) মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়েছে ভারত। এই ইনিংসে ৩টি রয়েছে। শেষ ব্যাটার হিসেবে ডাক মারেন আকাশ দীপ। এর এতেই মোট ১৩ টি ডাক পূর্ণ হয়।

এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ভারতের ৫জন ব্যাটার ডাক মেরেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ২টি এবং দ্বিতীয় টেস্টে ৩টি সহ দুই ম্যাচে মোট ১০ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছিল।

এদিকে প্রথম দুই টেস্ট হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে ভারত। তবে মুম্বাইয়ে শেষ টেস্টে চালকের আসনে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৩৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রান তুলেছে নিউজিল্যান্ড। এতে সফরকারীদের লিড দাড়িয়েছে ১৪৩ রান। আগামীকাল বাকী ১টি উইকেট দ্রুত তুলে নিতে পারলে হোয়াইটওয়াশ এড়াতে পারবে রোহিত শর্মার দল।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট