বিশ্বকাপের প্রথম দল হিসেবে আজ সেমিফাইনাল নিশ্চিত করতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বল হাতে শুরুটা দারুণ করে শ্রীলংকা। কিন্তু শুভমান, কোহলি আর শ্রেয়াস আইয়ারের ব্যাটিং নৈপুণ্যে শেষমেশ ৩৫৮ রানের লক্ষ্য দাড় করায় টিম ইন্ডিয়া।
ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই দিলশান মাদুশাঙ্কার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফর্মে থাকা কাপ্তান রোহিত শর্মা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন শুভমান-বিরাট।
শুভমান ৯২ বলে ব্যক্তিগত ৯২ রানে আউট হয়ে গেলে ১৮৯ রানের জুটিটি ভেঙে যায়। এরপর কোহলিও ব্যক্তিগত ৮৮ করে মাদুশাঙ্কার বলে আউট হন। ভারতীয় ইয়াংস্টার শ্রেয়াস আইয়ার ৫৬ বলে ৮২ করে সেই মাদুশাঙ্কার শিকারেই পরিণত হন। ভারতের হয়ে এই তিন ব্যাটসম্যানেরই ব্যক্তিগত শতক পূরণের সুযোগ থাকলেও কেউই তা করতে পারেননি।
সবশেষে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ ৩৫৭ রান। শ্রীলংকার বোলিং ইউনিট আজ অনেক খরুচে ছিল। লংকানদের শিকার করা ৮ উইকেটের মধ্যে ৫ টিই নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা, যদিও ১০ ওভারে মোট ৮০ রান দিয়েছেন তিনি। এছাড়া দুশমন্থ চামিরা নিয়েছেন ১ উইকেট। বাকি ২ টি রান আউট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৫৭/০৮ (৫০ ওভার)
আরও পড়ুন: একটুর জন্য শচীনকে ‘ছোঁয়া’ হলো না কোহলির
ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৩/এমএস/এমটি