অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। তবে সেই ম্যাচেই কিনা সফরকারীরা অজিদের হারিয়েছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে। দারুন এই কামব্যাকে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে জয়ের ব্যবধানে ভারতের মতো এতো বড় গেল ৪৬ বছরে পায়নি আর কোন দল। এর আগে ১৯৭৮ সর্বোচ্চ ২২২ রানের ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও অজিদের প্রতিপক্ষ ছিল ভারত। এবার নিজেদের সেই পুরাতন রেকর্ড ভেঙে নতুন করে গড়ল তারা।
প্রথম ইনিংসে ভারতের অল্প রানে আটকে দিলেও জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। যার ফলে মাত্র ১০৪ রানেই অলআউট হতে হয় স্বাগতিকদের। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় ইনিংসে যসশ্বী জয়সাওয়াল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৪৮৭ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা।
আরও পড়ুন:
» ব্রাজিলকে বিদায় করা সেই আর্জেন্টিনার ঘরেই উঠলো শিরোপা
» আইপিএল নিলাম : প্রথম দিনে কে কোন দলে, দেখে নিন একনজরে
এতে ৫৩৪ রানে বড় টার্গেট পায় অস্ট্রেলিয়া। যা টপকাতে রীতিমত রেকর্ড গড়তে হতো অজিদের। তবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারেনি। বুমরাহ-সিরাজদের বোলিং তোপে ২৩৮ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
প্রথমে ইনিংসে ৫ উইকেট শিকার করা জসপ্রিত বুমরাহ দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৩ উইকেট। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের টপ অর্ডার। মাঝে স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শরা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে তা ছিল না যথেষ্ট। গোটা ম্যাচে কেবল হেড পেয়েছেন অর্ধশতকের দেখা।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/এফএএস