টেস্ট সিরিজের পরই মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলে প্রথম চমক মেহেদি হাসান মিরাজ। ১৪ মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় চমক স্পিনার রাকিবুল হাসান। প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমনও দলে ফিরেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করণে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ দল থেকে এই সিরিজের টপ অর্ডারে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন পারভেজ। এছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি।
আরও পড়ুন:
» দেশে কতটা নিরাপত্তা পাবেন সাকিব, জানালেন ক্রীড়া উপদেষ্টা
» কানপুর টেস্ট শেষ না হতেই আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
মিডলেও আগের মতোই রয়েছেন তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে সাকিব অবসরের ঘোষণা দেওয়ায় থাকছেন না এই সিরিজে। তার পরিবর্তে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
স্পিনারদের মধ্যে রিশাদ হোসেন, শেখ মেহেদি থাকলেও বাদ পড়েছেন তানভীর ইসলাম। তার পরিবর্তে ডাক পেয়েছে রাকিবুল ইসলাম। এছাড়া পেস বিভাগে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবদের পাশাপাশি রয়েছেন শরিফুল ইসলামও। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি এই পেসার।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দুইদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ,শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/বিটি