
২০১৭ সালে পাকিস্তানের কাছে হারানো শিরোপা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫১ রানেই আটকে ফেলেছে রোহিত শর্মার বোলাররা। ফলে ২৫২ রান করতে পারলেই দুবাই থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিয়ে ফিরবে দেশে।
রবিবার দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। গ্রুপপর্বে ভারতের কাছে হারা নিউজিল্যান্ড ফাইনালে সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা মরিয়া। তবে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি কিউই ব্যাটাররা।
ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে কোনোরকমে আড়াইশ ছুঁয়েছে নিউজিল্যান্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
আরও পড়ুন:
» ফাইনালে টস করতে নেমেই দুর্ভাগ্যজনক বিশ্বরেকর্ড ভারতের
» জানা গেল মেসিকে না খেলানোর কারণ, আজ দেখা যাবে মাঠে?
» নাঈমের ঝড়ো ব্যাটিংয়ে রানের রেকর্ড, একটুর জন্য মিস ডাবল সেঞ্চুরি
রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তবে ভারত স্পিন আক্রমণে যাওয়ার পর বেশ ভুগেছেন রাচিন। দুই বার জীবন পাওয়া এই ওপেনার সাজঘরে ফেরার আগে ২৯ বলে করেছেন ৩৭ রান। ২৩ বলে করেছেন ১৫ রান করেন আরেক ব্যাটার ইয়াং।
অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামসন ১৪ বলে করেছেন ১১ রান। এরপর টম ল্যাথামও বড় ইনিংস খেলতে পারেননি। ৩০ বলে করেছেন ১৪ রান। ১০৮ রানে ৪ উইকেট হারানোর পর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন ড্যারিল মিচেল। ফিলিপস ৫২ বলে করেছেন ৩৪ রান।
বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন মিচেল। ৬৩ রান করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়েছেন তিনি। মিচেল ফিরলে দলের হাল ধরেন ব্রেসওয়েল। তার দুর্দান্ত ব্যাটিংয়েই লড়াই করার পুঁজি পায় দল। ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন তিনি।
ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। আর মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন।
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৫/এজে
