গতকাল নীতিশ কুমার রেড্ডির অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে ভর করে সম্মানজনক অবস্থানে পৌঁছায় ভারত। তবুও বড় ব্যবধানে পিছিয়ে ছিল সফরকারীরা। চতুর্থ দিনের সকালে আর ১১ রান যোগ করতেই নিজেদের শেষ উইকেট হারায় রোহিত শর্মার দল। এতে ১০৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে এসেই যেন ম্যাচের দৃশ্যপট বদলে দিলেন জসপ্রিত বুমরাহ।
ভারতের অন্যতম সেরা তারকা পেসার এবার একা হাতেই ম্যাচ টেনেছেন নিজেদের দিকে। পাশাপাশি গড়েছেন এক বিশ্ব রেকর্ড। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ টেস্ট উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসাবে চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন গড়ের হিসেবে রীতিমতো ইতিহাস গড়েছেন বুমরাহ।
সবচেয়ে ইকোনোমিকাল বোলিং করে ২০০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন এই ভারতীয় পেসার। প্রতিটি উইকেট শিকার করতে তিনি খরচ করেছেন মাত্র ১৯.৫৬ রান। যেখানে তিনি টেস্ট ক্রিকেটে বিলিয়েছেন ৩৯১২ রান। এত কম রান খরচ করে ২০০ উইকেট তুলে নেওয়ার নজির নেই বিশ্বের আর কোন বোলারের। সাবেক ক্যারিবীয় জোয়েল গার্নারের ২০.৩৪ গড়ের রেকর্ড ভেঙে এই নতুন কীর্তি গড়েছেন বুমরাহ।
আরও পড়ুন:
» বিপিএলে সাফল্যের চাবিকাঠি স্থানীয় ক্রিকেটাররা, আর্থারের আত্মবিশ্বাস
» তারকাদের অনুপস্থিতিতে চ্যালেঞ্জের মুখে চিটাগং কিংস
এদিকে ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ডটি আগে ছিল মোহাম্মদ শামির নামে। তার ৯৮৯৬ বলে গড়া এই রেকর্ড ভেঙে মাত্র ৮৪৮৪ বলে উইকেটের এই ডাবল সেঞ্চুরি গড়েছেন বুমরাহ। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় তার আগে আছেন কেবল ওয়াকার ইউনিস (৭৭২৫), ডেল স্টেইন (৭৮৪৮) ও কাগিসো রাবাদা (৮১৫৪)।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ভারতকে টার্গেট দিতে নামলে তাদের দলীয় মাত্র ২০ রানেই প্রথম ধাক্কা দেন বুমরাহ। প্রথম ইনিংসে যেই স্যাম কনস্টাসের কাছে বেধড়ক মার খেয়েছিলেন এই ভারতীয় পেসার, এবার তাকেই সাজঘরে ফিরিয়েছেন বুমরাহ। ব্যাক্তিগত ৮ রানে ফিরে যান অজি ওপেনার। এরপর ইনিংসের ৩৪তম ওভারে এসেই ইতিহাস গড়লেন বুমরাহ।
ট্রাভিস হেডকে তার জন্মদিনে ১ রানেই আউট করেন বুমরাহ। আর এতেই গড়েন ২০০ উইকেট শিকারের কীর্তি। অবশ্য এর আগে পরপর দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছিল মোহাম্মদ সিরাজ। হেডকে আউট করার পর সেই ওভারেই মিচেল মার্শকে ফেরান বুমরাহ। এরপর অ্যালেক্স ক্যারির উইকেটও এই পেসার তুলে নিলে শত রানের আগে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা।
তবে তারপর অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মার্নাস লাবুসাঙ্গে। নিজের অর্ধশতক পূরণ করে এখনও টিকে আছেন লাবুসাঙ্গে। চা পানের বিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩৫ রানে ৬ উইকেট। যার মধ্যে ৪টি শিকার করেছেন বুমরাহ। এদিকে ১০৫ রানের সেই লিড এখন পর্যন্ত ২৪০ রান পর্যন্ত টানতে পেরেছে অজিরা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস– ৪৭৪/১০
ভারত ১ম ইনিংস– ৩৬৯/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস– ১৩৫/৬
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৪/এফএএস