তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। মোহালিতে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মার দল।
ভারতীয় একাদশে অনেকদিন পর জায়গা পেয়েছেন শিভম দুবে। তবে জায়গা হয়নি ওপেনার জয়সওয়ালের। আর এদিকে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া রশিদ খানকে রেখেই দল সাজিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছে টিম ইন্ডিয়া। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত শর্মা ও ভিরাট কোহলি।
এর আগে টি-টোয়েন্টিতে ৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান । এর মধ্যে ভারতের ৪ জয়ের বিপরীতে কোন জয় নেই আফগানিস্তানের। একটি ম্যাচে ফলাফল আসেনি।
ইন্ডিয়া একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিংকু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, ফজলহক ফারুকী, নবীন উল হক, মুজিব উর রহমান।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে উইন্ডিজ দল থেকে বাদ পড়লেন হেটমায়ার
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এমটি