ভারত-পাকিস্তান ম্যাচের সব উত্তাপ যেন এখন মাঠের বাইরে সমর্থকদের মধ্যেই আবদ্ধ। আগের মতো নেই জৌলুশ—টান টান উত্তেজনা। বিশ্বকাপের মঞ্চে এই দুই দেশের ম্যাচ ঘিরেই থাকে যত পরিকল্পনা—সবই ভেস্তে যায় অসহায় আত্মসমর্পনের গল্পে!
এবারের ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ বলা হয়েছিল ভারত-পাকিস্তানের ম্যাচটিকে। আসরে দুদলের প্রথম দেখা ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামে। শনিবারের ম্যাচটি ঘিরে আয়োজনের কমতি ছিলনা একটুও—যা করার সবই হয়েছে। লাখো মানুষের ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামও ভরে যায় দর্শকে।
এদিন দুপুরে ম্যাচ মাঠে গড়ালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তান উত্তাপের আভাস দিয়েছিল। বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকা পাকিস্তান শিবিরে হঠাৎ ছন্দপতন। ২ উইকেটে দেড়শ রান পার করা দলটাই অলআউট হয়ে গেল দুইশ রানের আগে!
এরপর ভারতের ঘরের মাঠে গল্পটা কী হতে পারে তা সবার জানা। অল্প রান তাড়া করতে নেমে রোহিত শর্মার ঝড়ে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। আর এতেই উত্তাপের আভাস দেওয়া একটি হাই ভোল্টেজ ম্যাচের ‘ম্যাড়মেড়ে’ সমাপ্তি ঘটে।
শনিবার টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৫ বলে সবকটি উইকেটে হারিয়ে ১৯১ রানে থামে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন অধিনায়ক বাবর আজম।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতেই টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং এ পাঠায় রোহিত শর্মারা। শুরুটাও খুব একটা মন্দ করেনি পাকিস্তান। দলীয় ৪১ রানে আব্দুল্লাহ শফিক ও ৭৩ রানে ইমাম উল হক আউট হয়ে গেলেও বাবর আজম-রিজওয়ানের জুটি ভালো স্কোরেরই আশা দেখাচ্ছিল। কিন্তু ব্যক্তিগত ৫০ রানে অধিনায়ক বাবর আজম আউট হয়ে গেলে তাশের ঘরের মত ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইন আপ।
মোহাম্মদ রিজওয়ানের ৪৯ ও হাসান আলীর ১২ রান ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে পারেনি। ফলস্বরূপ ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
ভারতের হয়ে শার্দুল ঠাকুর ব্যতীত বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদীপ, জাদেজা— পাঁচ বোলারই সমান দুইটি করে উইকেট নেন।
জবাব দলের ২৩ রানে ধাক্কা খায় ভারত। ডেঙ্গু থেকে সেরে উঠে মাঠে ফেরা শুভমন গিল ১৬ রান করে আউট হন। অন্য প্রান্তে রোহিত শর্মা ঝড়ো ব্যাটিং করলেও বিরাট কোহলি ফিরে যান মাত্র ১৬ রান যোগ করে। তবে অধিনায়ক রোহিত মাঠে ঝড় তুলে ম্যাচ ভারতের হাতে এনে দিয়ে আউট হন। ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পরে শ্রেয়াস আয়ার ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ৩১ ওভারে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯১/১০ (৪২.৫)
টার্গেট: ১৯২ (৫০)
ভারত: ১৯২/৩ (৩০.৩)
ফলাফল: ইন্ডিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: বুমরাহ (২/১৯)
আরও পড়ুন: সাকিবের চোট নিয়ে কী বলছে বিসিবি?
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এমএস/এসএ