Connect with us
ক্রিকেট

ভারতের চাওয়া হাইব্রিড মডেল, মানবে কি পাকিস্তান?

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই যেন ভারতের না সূচক শব্দ প্রয়োগ। এবারও ব্যতিক্রম নয়। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া সবশেষ এশিয়াকাপে ভারতের আপত্তিতে টুর্নামেন্টটি আয়োজন হয়েছিল হাইব্রিড মডেলে। ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। চ্যাম্পিয়ন ট্রফিতেও একইভাবে হাইব্রিড মডেলের আবদার জানাল ভারত।

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানের মাটিতে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে চূড়ান্ত সূচিও। কিন্তু টুর্নামেন্ট যতই কাছে আসছে ভারত-পাকিস্তান সম্পর্কে ততই নাটকীয়তা দেখা দিচ্ছে।

পাকিস্তানে খেলতে যাবে কি না ভারত সেই বিষয়ে সিদ্ধান্ত জানাতে ভারতকে ৭ দিনের সময় বেঁধে দেয় আইসিসি। অবশেষে আজ সেই বিষয়ের সিদ্ধান্ত জানিয়েছে ভারত। আইসিসিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ভারতীয় সরকারে পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।’

তবে একই সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবিও করেছে ভারত। কিন্তু এখনও পর্যন্ত এককভাবে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের সিদ্ধান্তে অনড় পিসিবি। আইসিসি একদিন আগেই এবিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।

এসময় ভারতের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মহসিন নাকভি গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই না ক্রিকেট এবং রাজনীতির মধ্যে মিশ্রণ ঘটুক। তবে গত দুইমাস ধরে বিভিন্ন গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি ভারত এবারও পাকিস্তানে খেলতে আপত্তি জানিয়েছে। এর আগেও ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসেনি। সেটা আমরা মেনে নিয়েছি। আমরা বারবার তাদের সাথে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করতেছি।কিন্তু ভারত বারবারই রাজনীতি ইস্যু টেনে এনে বিষয়টাকে জটিল করছে। কিন্তু প্রতিবারই যে তাঁরা আমাদের ভালো আচরণ পাবে সেটা ভাবাও ঠিক না।’

এসময় পিসিবি চেয়ারম্যান আরও বলেন যে, ‘তাঁদের কোনো সমস্যা থাকলে পাকিস্তানকে সেটা লিখিতভাবে জানানো হোক। এরপর পাকিস্তান সরকার পিসিবিকে যে নির্দেশনা দিবে সেটা মেনে নিবে পিসিবি।’ যদিও পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না চাওয়ার বিষয়টি পাকিস্তান সরকারকে লিখিতভাবে জানানো হয়নি।

আবারও কি উঠে আসবে হাইব্রিড মডেল?

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে চ্যাম্পিয়ন ট্রফির আসর। লাহোরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ০৯ মার্চ। ০৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। কিন্তু আবারও ভারতের বাধায় সব পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।

ক্রিকইনফো জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হলে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তালিকায় রয়েছে শ্রীলঙ্কার নামও। এই দুই দেশের কোনো একটিতে অনুষ্ঠিত হতে পারে ভারতের ম্যাচগুলো।’

আগামী সপ্তাহে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভেন্যু নির্ধারণ ও চূড়ান্ত সূচি প্রকাশের অনুষ্ঠান। কিন্তু ভারতের এমন না সূচক আচরণে আপাতত সে পরিকল্পনা স্থগিত করেছে পিসিবি।

আরো পড়ুন : এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হলো ভারত

ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট