Connect with us
ক্রিকেট

১৫৬ রানে গুটিয়ে গেল ভারত: ১০৩ রানের লিড কিউইদের

TEam newzeland
নিউজিল্যান্ড টেস্ট দল। ছবি: সংগৃহীত

চলছে ভারত-নিউজিল্যান্ড ৩ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমে ম্যাচ হেরে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ভারত। ম্যাচের প্রথম দিনে ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্র আশ্বিনের তান্ডবে ২৫৯ রানে গুটিয়ে গিয়েছেন সফরকারীরা। তবে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে অলউইকেট হন স্বাগতিকরা।

দ্বিতীয় দিনে শুরুতে শুভমন গিল আউট হওয়ার কিছু ক্ষণের মধ্যেই আউট হয়ে যান বিরাট কোহলি। ফুলটস বল আড়াআড়ি খেলতে গিয়ে মিচেল স্যান্টনানের শিকার হয়ে ফেরেন বিরাট। বলের লাইনই বুঝতে পারলেন না ৮০টি আন্তর্জাতিক শতরানের মালিক। ফলে ৭ বলে ১ রান করে ইনিংস শেষ হয় তার।

গিল এবং কোহলি ফিরলে চাপে পরে টিম ইন্ডিয়া। এই ব্যর্থতার সময় কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে তরুণ ওপেনার গ্লেন ফিলিপ্সের বলে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ৩০ রান করে ফিরেন তিনিও। ফলে ৭০ রানেই ৪ উইকেটের পতন হয় ভারতের।

ঋষভ পন্তও বেশিক্ষণ ২২ গজে টিকতে পারেননি। গ্লিন ফিলিপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। আগের ম্যাচে সেঞ্চুরি করা সরফরাজ খানও দলে হাল ধরতে পারেননি। ২৪ বল খেলে ১১ রান করে স্যান্টনারের শিকার হন তিনি।

এরপর আবারও স্যান্টনারের হানা। এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ভারতীয় এ অলরাউন্ডার। রিভিউ নেওয়ারও প্রয়োজন মনে করেননি। ৫ বলে ৪ রান করে ইনিংস শেষ তার। এরপর রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর চাপ সামাল দেওয়া চেষ্টা করেন। তবে ৩৮ রানে আবারও সেই স্যান্টারের শিকার হন তিনিও। ফলে ১৫৬ রানে ইনিংস থামে ভারতের নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ৭ উইকেট শিকার করেন স্যান্টনার।

উল্লেখ্য, পুনে টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। জাসপ্রিত বুমরাহ এবং আকাশ দীপকে চাপে রেখে শুরুটাও ভালো করেছিলো কিউই ওপেনাররা। তবে অশ্বিন বলে আসতেই ধাক্কা খায় কিউইরা। দুই ওপেনারকে হারিয়ে ফেলে তাঁরা। টম লাথাম, ডেভন কনওয়ে এবং উইল ইয়ংয়ের উইকেট নিজের করে নেন অশ্বিন। এরপর সুন্দরের অনবদ্য বোলিংয়ের বিনিময়ে ৭ উইকেট পাওয়া।যদিও ২ উইকেট পড়ার পর রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল ধাক্কা সামলানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায় সুন্দরের স্পিন ঘুর্ণিতে। ১৯৭ রানে ২ উইকেট থাকা কিউইদের ইনিংস থামে ২৫৯ রানে।

আরও পড়ুন: গ্লোবাল সুপার লিগে রংপুরের জার্সিতে খেলবেন সাকিব


ক্রিফোস্পোর্টস/২৫ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট