Connect with us
ক্রিকেট

প্রথম ম্যাচ শেষেই শাস্তি পেলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ

India vs West indies
জমে উঠেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। (ছবি- লাইভ মিন্ট)

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শেষে শাস্তি পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। মধ্যকার স্লো ওভার-রেটের জন্য জরিমানার ফাঁদে পড়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ত্রিনিদাদে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যচে জরিমানা হিসেবে ভারতের কাটা হয় ম্যাচ ফি-র ৫ শতাংশ ।

অন্যদিকে, ন্যূনতম ওভার-রেটের থেকে ২ ওভার পিছিয়ে থাকার কারণে ১০ শতাংশ কেটে নেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ফি-র।

আইসিসি-র ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রিচি রিচার্ডসনের মাধ্যমে জানা যায়, অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রোভম্যান পাওয়েলরা ন্যূনতম ওভার-রেটের থেকেও যথাক্রমে ১ এবং ২ ওভার পিছিয়ে ছিল। তাই তাদেরকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে।

আইসিসি-র পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পান্ডিয়া এবং পাওয়েল দুজনকেই দোষী সাব্যস্ত করা হল। তাই এই নিয়ে কোন শুনানির প্রয়োজন নেই।

উল্লেখ্য, আইসিসির আচরণ বিধির ২.২২ ধারা অনুসারে মিনিমাম ওভার রেট লঙ্ঘন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটা ওভার কম হওয়ার জন্য ক্রিকেটারদের থেকে ৫ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হবে। একটি দল থেকে সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি কেটে নেওয়া যেতে পারে।

অবশ্য, ম্যাচটি জিতে ৫ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী রবিবার গায়ানায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

আরও পড়ুন: হাওয়ার মতো বিক্রি হয়ে গেল মেসিদের ম্যাচের টিকিট

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৩/এমএইচ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট