তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। এবার গতকাল রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কনদের বিপক্ষে মাঠে নামে সূর্যকুমার যাদবের দল। এদিন ঘরের মাটিতে সুপার ওভারে গিয়ে পরাজয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৭ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি সফরকারীরা। জবাবে নির্ধারিত ওভারে শ্রীলঙ্কা সমান সংখ্যক রান তুলতে সক্ষম হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারের প্রথম বলে হোয়াইট ও একটি সিঙ্গেলে ২ রান করতে পারে লঙ্কানরা। এরপর ওয়াশিংটন সুন্দরের পরপর দুই বলে কুশাল পেরেরা ও পাথুম নিশাঙ্কা উইকেট বিলিয়ে আসলে ৩ রানের লক্ষ্য পায় ভারত। জবাবে প্রথম বলেই ফাইন লেগে সুইপ করে বাউন্ডারি হাকিয়ে ম্যাচ জিতিয়ে নেন সফরকারী দলের অধিনায়ক সূর্য কুমার যাদব।
তবে দিন আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিল না ভারত। মাত্র ৪৮ রানেই তারা হারিয়ে ফেলেছিল নিজেদের ৫ উইকেট। ওপেনার হিসেবে উইকেটে টিকে ছিলেন শুভমান গিল। ষষ্ঠ উইকেট রিয়ান পরাগের সঙ্গে ৫৪ রানের পার্টনারশিপ করেন তিনি। এতেই ম্যাচে ফিরে আসে সফরকারীরা। হাসারাঙ্গার বলে স্টাম্পিং হয়ে ৩৯ রান করে সাজঘরে ফেরেন গিল।
রিয়ান পরাগের ব্যাট থেকে দুই ছক্কা ও এক চারে আসে ১৮ বলে ২৬ রান। এছাড়া ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। এতে করে ১৩৮ রানের লক্ষ্য প্রতিপক্ষকে ছুঁড়ে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটি থেকে আসে ৫৮ রান। তবে পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিসের ধীরগতির ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা।
পাথুম নিসাঙ্কা করেন ২৭ বলে ২৬ ও কুশাল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪৩। তিন নম্বরে ব্যাট করতে নেমে কুশাল পেরেরা খেলেন ৩৪ বলে ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। ১১৭ রানে ৩ উইকেটের পতনের পর ২১ বলে ২১ রানের প্রয়োজন ছিল স্বাগতিকদের। তবে ভারতের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ সমতায় রেখে শেষ করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
আরও পড়ুন: অলিম্পিক ফুটবল : ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এফএএস