বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ধুঁকছে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগাররা প্রথম ম্যাচটা আফগানদের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এরপরই ঘটে ছন্দপতন।
টানা দুই ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বসে সাকিব বাহিনী। এবার সাকিবদের পরের ম্যাচে লড়তে হবে বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী ভারতের বিপক্ষে।
আফগানদের ৬ উইকেটে হারালেও ইংলিশদের বিপক্ষে ১৩৭ রানের পরাজয় এবং কিউইদের কাছে ৮ উইকেটে তিক্ত হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের মত ক্রিকেটারদের মানসিক অবস্থাও যে তলানিতে তা বলাই যায়।
অপর দিকে, প্রতিপক্ষ ভারত যেন রীতিমতো উড়ছে। প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে টিম ইন্ডিয়া। এই দলকে বাংলাদেশের পক্ষে হারানো যে কতটা কঠিন হবে তা অনুমেয়।
স্বাভাবিকভাবেই সাকিব-মুশফিকদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সামনে। তবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন, বাংলাদেশ নয়, ১৯ অক্টোবরের ম্যাচে উল্টো চাপে থাকবে ভারত।
সুজন বলেন, গত ৭ দিনে আমাদের ৩টি ম্যাচ খেলতে হয়েছে। আগামী ২৯ দিনে আরও ৬টি ম্যাচ খেলতে হবে। ভারতের থেকে আমরা নিজেদের গুছিয়ে নেওয়ার সময় বেশি পাবো। বিশ্রামের সময়ও বেশি পাবো। আমাদের ম্যাচে হারানোর কিছু নেই।
আমি মনে করি, আমাদের থেকে ভারতই বেশি চাপে থাকবে। আমাদের ইতিবাচক খেলা খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে না হলে এত বড় টুর্নামেন্টে টিকে থাকা মুশকিল।
ভারত বর্তমানে উড়ন্ত ফর্মে থাকলেও বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির—দুদলের মুখোমুখিতে সাম্প্রতিক ফল। ভারত-বাংলাদেশের ওয়ানডেতে গত ৪ ম্যাচের মধ্যে ভারত মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে আর টাইগাররা জিতেছে ৩টিতে।
অতীতের কথা মনে করিয়ে দিয়ে সুজন বলেন, আমরা দেশে ও দেশের বাইরে সব দলকেই হারিয়েছি। ভারতকেও হারিয়েছি। আমাদের ব্যাটাররা বা বোলাররা খারাপ নয়। ম্যাচে তাদের সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না। ম্যাচে ব্যাটিং-বোলিং সব ইউনিটকেই ঠিক মতো জ্বলে উঠতে হবে তাহলেই জেতা সম্ভব। আমাদের ব্যাটিংটা এখন একটু উইক জোনে আছে। তারা তাদের কাজটা ঠিক মতো করতে পারলে, বোলাররাও ঠিক মতো এপ্রোচ করতে পারবে।
আরও পড়ুন: লঙ্কান শিবিরে দুঃসংবাদ, এবার বাদ পড়লেন অধিনায়ক
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৩/এমএস/এসএ