ক্রিকেট বিশ্ব এখন মেতে আছে আগামী জুন মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। এবার চার-ছয়ের ধুন্ধুমার লড়াইয়ের এই আসরটির যৌথভাবে আয়োজক হয়েছে এই দু’টি দেশ। তবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেট ভক্তদের ক্ষান্ত হওয়ার সুযোগ নেই। কেননা আগামী সেপ্টেম্বর-অক্টোম্বর মাসে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।
২০১৪ সালের পর আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে অংশ নেওয়ার আগে তাই নিজেদের বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে চায় ভারতের নারী ক্রিকেট দল। তবে সিরিজে কয়টি ম্যাচ খেলা হবে তা এখনো নিশ্চিত নয় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে জানানে হয়েছে।
ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ভারতের নারী দলের সফরটি ১০ দিনের হবে। এই সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে ভারত। তবে ভারতের তরফ থেকে ম্যাচের সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। আজ (শুক্রবার) নারী দলের বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
গণমাধ্যমকে এই বিসিবি পরিচালক জানান, বিশ্বকাপের আগে ভারত এখানে সিরিজ খেলতে আসবে এটা নিশ্চিত। যদিও সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি তবে তারা যে আসবে সেটা নিশ্চিত।
গত ১০ বছরে মোট দুই বার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতের নারী ক্রিকেট দল। এর মধ্যে একবার হলো ২০১৪ সালে, কারণ সেবারও নারী বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। আর সবশেষ এসেছিল ২০২৩ সালে।
আরও পড়ুন: বোলারদের সফলতার দিনে ব্যাট হাতে ব্যর্থ শান্ত-মুমিনুলরা
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এমএস/এমটি