ভারত বিশ্বকাপ নিয়ে সমালোচনা যেন শেষই হচ্ছে না। আউটফিল্ড, পাকিস্তানি ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, একাধিকবার সূচি পরিবর্ত নিয়ে সমালোচনা তো আছেই। এর মধ্যেই আগুনে ঘি ঢাললেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের ওপেনার বীরেন্দর শেবাগ। আইসিসি থেকে ভারত বাড়তি সুবিধা পাবে বলে মন্তব্য করলেন তিনি।
অজিদের বিপক্ষে খেলা ভারতের প্রথম ম্যাচের পিচ নিয়ে এমনিতেই অনেক সমালোচনা হচ্ছে। ভারতের সুবিধা মাফিক উইকেট বানিয়েছে আইসিসি, এমন দাবি খোদ ভারতীয় গণমাধ্যমের। সে ম্যাচে উইকেট অনেকটা টেস্ট ম্যাচের চতুর্থ দিনের মতো আচরণ করে। ফলে জাদেজা-কুলদীপের স্পিন ঘূর্ণিতে দিশেহারা ছিল কামিন্স বাহিনী।
অপরদিকে ভারতীয় এক গণমাধ্যম ক্রিকবাজের বরাত দিয়ে জানিয়েছে, বিশ্বকাপে আইসিসি ভারতের সুবিধা মত পিচ বানাবে বলে মন্তব্য করেছেন শেবাগ। তিনি বলেন, ভারত বিশ্বকাপে যত দূর পর্যন্ত যেতে পারবে আইসিসির ততোই লাভ। আইসিসিও চাইবে বিশ্বকাপ থেকে বেশি লাভ তুলে নিতে। ম্যাচের উইকেট বানাচ্ছে ভারতীয়রা, ভারত যদি বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত খেলতে পারে তাহলে ভারতের বেশির ভাগ সমর্থক মাঠে আসবে, টিভিতে খেলা দেখবে যেটা আর্থিকভাবেও বেশি লাভজনক। এজন্য আইসিসিও চাইবে ভারত যেন ফাইনাল খেলতে পারে।
বীরেন্দর শেবাগ আরও বলেন, এই বিশ্বকাপে আমার মনে হয় কোহলি অনেক ভালো করবে। সামনের বিশ্বকাপে সে খেলবে কি না তার নিশ্চয়তা নেই। তাই সে চাইবে এই বিশ্বকাপটাই নিজের মত রাঙিয়ে তুলতে। গত বিশ্বকাপে রোহিত শর্মা অনেক ভালো খেলেছিলো। এবার বিরাট কোহলির পালা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৮৫ রানের অসাধারণ ইনিংস খেলে বিশ্বকাপ শুরু করেছেন এই সাবেক ওডিআই ক্যাপ্টেন। সে ম্যাচে অজিদের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে কোহলিদের প্রতিপক্ষ আফগানিস্তান।
আরও পড়ুন: তবে কি উইকেট চিনতে ভুল করেছে বাংলাদেশ?
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমএস/এসএ