Connect with us
ক্রিকেট

ভারতকে হারাতে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে : তাসকিন

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকে ইতোমধ্যেই শেষ আটে পৌঁছে গেছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার দিয়ে শুরু হয়েছে শান্তদের সুপার এইট মিশন। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের টিকে থাকতে ভারতকে হারানোর কোন বিকল্প নেই বাংলাদেশের।

এদিকে বিগত বছর গুলোতে বাংলাদেশ-ভারত ম্যাচ তৈরি করেছে বাড়তি উন্মাদনা। বিশ্বকাপের মঞ্চে তাই প্রতিবেশী দুদেশের লড়াইয়ে চোখ থাকবে গোটা ক্রিকেট বিশ্বের। যদিও পরিসংখ্যানের দিক থেকে টাইগারদের তুলনায় ঢের এগিয়ে রয়েছে ভারত। তবে মাঠের ক্রিকেটে এই দুদল মুখোমুখি হলে হরহামেশাই দেখা যায় রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা।

ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে সতীর্থদের বার্তা দিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ, ‘ম্যাসেজ একটাই যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে, যদি সেমিফাইনাল খেলতে হয়। ভারতের বিপক্ষে স্পেশালি। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।’

গ্রুপ পর্বের খেলায় তিন জয় তুলে নিলেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে ব্যাটিংয়ে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারছে না টাইগাররা। আগের ম্যাচগুলোর ভুল শুধরে নিতে চান বলেও জানান তাসকিন, ‘সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক কিছু হবে।’ 

আগের ম্যাচের ব্যর্থতার কথা ভুলে সামনের দিকে দেখতে চান তিনি, ‘অ্যান্টিগা ও বার্বাডোস। এই দুইটা ভেন্যুর উইকেট কিন্তু ভালো। এছাড়া অন্য ভেন্যু এবং ইউএসএতে সব টিমের ব্যাটারা কম বেশী স্ট্রাগল করেছে। আমরা এর থেকে ভালো ব্যাট করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য যে পারিনি। পারি নাই এটা বলে লাভও নেই, যেহেতু পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।

সেমিফাইনালে যেতে হলে ভারতকে হারানোর কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সকল বিভাগেই বাড়তি কিছু করতে হবে ক্রিকেটারদের বলে মনে করেন তিনি, ‘ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করতে হবে। কারণ ইন্ডিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের সঙ্গে খেলতে হলে আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে।’

প্রসঙ্গত, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। তাই সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।  এদিকে প্রথম ম্যাচে আফগানদের হারানো রোহিতের দল আজও জিতে সেমির পথে এগিয়ে থাকতে চাইবে।

আরও পড়ুন: এমবাপ্পেকে ছাড়া ফ্রান্সের আক্ষেপ, অপেক্ষা বাড়লো ফরাসি-ডাচদের

ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট