Connect with us
ক্রিকেট

সিরিজে টিকে থাকতে কঠিন পথ পাড়ি দিতে হবে ভারতকে

যশস্বী জয়সওয়াল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ভারত। এ ম্যাচে ৫ উইকেট হাতে রেখে স্কোরবোর্ডে ১৯৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে মাত্র ৫৭ রান যোগ করতেই অলআউট হয়ে গিয়েছেন কিউইরা। এতে এ ম্যাচ জিততে ভারতের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৯ রান।

স্পিন সহায়ক উইকেটে এ রান তাড়া করা সহজ হবে না ভরতের। ইতিহাসও বলছে জয়ে বন্দরে পৌঁছাতে হলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে রোহিত-কোহলিদের।

ঘরের মাঠে ৩০০-এর বেশি লক্ষ্যমাত্রা তাড়া করতে ২৬ বার মাঠে নেমেছে ভারত। তার মধ্যে ভারত জিতেছে মাত্র ১টি ম্যাচ। সেটা ২০০৮ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রান তাড়া করে জিতেছিলেন তারা। ৩০০-এর বেশি রান রানের লক্ষ্যে মাঠে নেমে ১৪ ম্যাচ হেরেছে ভারত। তার মধ্যে ৯ হয়েছে ড্র আর ১ টি হয়ে টাই।

নিউজিল্যান্ডের বিপক্ষে এত রান তাড়া করে কোন দল এখনও জিততে পারেনি। ১৯৬৯ সাল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড হওয়ায় এত রান তাড়া করা ভারতের জন্য অনেক কঠিনই হবে।

উল্লেখ্য, পুনে টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২৫৯ করে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৬ রান করেন ডেভিন কনওয়ে। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর। রান পরিশোধের লক্ষ্যে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৬ রানে গুটিয়ে যান স্বাগতিকরা। ফলে ১০৩ রানের লিড পান কিউইরা। দ্বিতীয় ইনিংসে টম লাথামের ৮৬ রানের উপর ভর করে ২৫৫ রান তুলতে সক্ষম হন সফরকারীরা। এতে ভরতের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৯ রান।

আরও পড়ুন: ভুটানকে হারিয়ে শিরোপা নিয়ে ভাবতে চায় বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৬ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট